সুপারিশ শীর্ষ আদালতের কলেজিয়ামের, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন ডি এন প্যাটেল

< 1 - মিনিট |

চলতি বছরের জুন মাসে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিতে চলেছেন বিচারপতি রাজেন্দ্র মেনন

কে আর সি টাইমস ডেস্ক

চলতি বছরের জুন মাসে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিতে চলেছেন বিচারপতি রাজেন্দ্র মেনন| দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন অবসর নেওয়ার পর দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির পদে বসতে চলেছেন বিচারপতি ডি এন প্যাটেল| দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বিচারপতি ডি এন প্যাটেলের নিয়োগে সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম|

১৯৯০ সালের মার্চ মাসে জন্মগ্রহণ করেছিলেন বিচারপতি ডি এন প্যাটেল| ১৯৮৪ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি, এরপর ১৯৮৬ সালে এলএলএম ডিগ্রিও অর্জন করেন বিচারপতি ডি এন প্যাটেল| দীর্ঘ আইনি জীবনের শুরুতে গুজরাট হাইকোর্টে প্যাকটিস করেছিলেন ডি এন প্যাটেল| ২০১৩-২০১৮ সাল পর্যন্ত ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন ডি এন প্যাটেল| প্রসঙ্গত, আগামী মাসেই দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিতে চলেছেন বিচারপতি রাজেন্দ্র মেনন |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news