ম্য, ভ্রাতৃত্ব, দয়া ও নীতিশিক্ষার মাধ্যমে গুরু নানক দেবজি জাতপাত ও আচারসর্বস্বতা থেকে মানুষকে মুক্ত করার চেষ্টা করেন: রামনাথ কোবিন্দ
রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ মঙ্গলবার পাঞ্জাবের সুলতানপুর লোধিতে শ্রী গুরু নানক দেবজির ৫৫০তম জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দেশে ও বিদেশে বসবাসরত সকল ভারতীয়কে শুভেচ্ছা জানান। তিনি বলেন, যেখানে গুরু নানক দেবজি আলোকপ্রাপ্ত হন, সেই সুলতানপুর লোধিতে আসতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।
রাষ্ট্রপতি বলেন, সাম্য, ভ্রাতৃত্ব, দয়া ও নীতিশিক্ষার মাধ্যমে গুরু নানক দেবজি জাতপাত ও আচারসর্বস্বতা থেকে মানুষকে মুক্ত করার চেষ্টা করেন। তাঁর প্রকৃত অনুসারীরা সকলের কল্যাণের লক্ষ্যে কাজ করেন। তাঁরা সম্প্রীতি বজায় রাখেন ও নিষ্ঠা এবং সততার সঙ্গে তাঁদের কাজ সম্পন্ন করেন। গুরু নানক দেবজির নিষ্ঠা সহকারে আধ্যাত্মিক শিক্ষার ফলেই তাঁর অনুসারীরা বিশ্ব জুড়ে আজ সফল । তিনি আরো বলেন, আমাদের মহান গুরুদের শিক্ষার মাধ্যমে আমরা আমাদের দেশ ও বিশ্বকে আরো সুন্দর করে গড়তে পারি।