আগামী ৬ জুন রয়েছে রিজার্ভ ব্যাংকের নীতি পর্যালোচনার বৈঠক তার আগেই এদিন সেনসেক্স ছাড়াল ৪০,০০০ পয়েন্ট এবং নিফটি ছাড়াল ১২,০০০ পয়েন্টের দোরগড়া
সেনসেক্স এবং নিফটি উভয়ই নতুন উচ্চতায়৷ আগামী ৬ জুন রয়েছে রিজার্ভ ব্যাংকের নীতি পর্যালোচনার বৈঠক তার আগেই এদিন সেনসেক্স ছাড়াল ৪০,০০০ পয়েন্ট এবং নিফটি ছাড়াল ১২,০০০ পয়েন্টের দোরগড়া ৷
এদিন বাজার বন্ধ হওয়ার সময় নিফটি গত লেনদেনের দিনের তুলনায় ১৬৫ পয়েন্ট উঠে অবস্থান করছে ১২,০৮৮.৫৫ পয়েন্টে এবং সেনসেক্স ৫৫৩.৪২ পয়েন্ট উঠে ৪০,২৬৭.৬২ পয়েন্টে অবস্থান করছে ৷
বিশেষজ্ঞদের ধারণা, রিজার্ভ ব্যাংকের নীতি পর্যালোচনা বৈঠকে রেপো রেট কমান হতে পারে অর্থনীতিকে উজ্জীবিত করতে৷ আর সেই আশাতে ভর করে শেয়ারবাজারের সূচক উঠেছে ৷
তাছাড়া অপরিশোধিত তেলের দাম সহজলোভ্য হওয়ার আশা ইতিবাচক প্রভাব ফেলেছে শেয়ারবাজারে৷ পাশাপাশি রয়েছে নতুন সরকারের বাজেট নিয়ে আশা৷ ৫ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করার কথা সরকারের৷ এবারে বিজেপি একাই পেয়েছে ৩০৩টি আসন এবং এনডিএ-র আসন সংখ্যা সাড়ে তিনশো ছাড়িয়ে গিয়েছে৷ ফলে এবার সংস্কারে রথ ছোটাবে বলে মনে করেছেন লগ্নিকারীরা৷ সেই আশা উৎসাহ জোগাচ্ছে বাজারকে ৷