সেনসেক্স এবং নিফটি উভয়ই নতুন উচ্চতায়

< 1 - মিনিট |

আগামী ৬ জুন রয়েছে রিজার্ভ ব্যাংকের নীতি পর্যালোচনার বৈঠক তার আগেই এদিন সেনসেক্স ছাড়াল ৪০,০০০ পয়েন্ট এবং নিফটি ছাড়াল ১২,০০০ পয়েন্টের দোরগড়া

কে আর সি টাইমস ডেস্ক

সেনসেক্স এবং নিফটি উভয়ই নতুন উচ্চতায়৷ আগামী ৬ জুন রয়েছে রিজার্ভ ব্যাংকের নীতি পর্যালোচনার বৈঠক তার আগেই এদিন সেনসেক্স ছাড়াল ৪০,০০০ পয়েন্ট এবং নিফটি ছাড়াল ১২,০০০ পয়েন্টের দোরগড়া ৷

এদিন বাজার বন্ধ হওয়ার সময় নিফটি গত লেনদেনের দিনের তুলনায় ১৬৫ পয়েন্ট উঠে অবস্থান করছে ১২,০৮৮.৫৫ পয়েন্টে এবং সেনসেক্স ৫৫৩.৪২ পয়েন্ট উঠে ৪০,২৬৭.৬২ পয়েন্টে অবস্থান করছে ৷

বিশেষজ্ঞদের ধারণা, রিজার্ভ ব্যাংকের নীতি পর্যালোচনা বৈঠকে রেপো রেট কমান হতে পারে অর্থনীতিকে উজ্জীবিত করতে৷ আর সেই আশাতে ভর করে শেয়ারবাজারের সূচক উঠেছে ৷

তাছাড়া অপরিশোধিত তেলের দাম সহজলোভ্য হওয়ার আশা ইতিবাচক প্রভাব ফেলেছে শেয়ারবাজারে৷ পাশাপাশি রয়েছে নতুন সরকারের বাজেট নিয়ে আশা৷ ৫ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করার কথা সরকারের৷  এবারে বিজেপি একাই পেয়েছে ৩০৩টি আসন এবং এনডিএ-র আসন সংখ্যা সাড়ে তিনশো ছাড়িয়ে গিয়েছে৷ ফলে এবার সংস্কারে রথ ছোটাবে বলে মনে করেছেন লগ্নিকারীরা৷ সেই আশা উৎসাহ জোগাচ্ছে বাজারকে ৷ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news