মহাসড়কের অবস্থা আরো শোচনীয় আরো নতুন কিছু স্থানে ধস নেমেছে
সোনাপুর ফের ধস নামল আজ। গতকাল দুপুরে কিছুটা ধস সরানো হয়েছিল এবং ছোট গাড়ি যাওয়ার উপযোগী করে তোলা হয়েছিল রাস্তাকে। কিন্তু আজ সকালে ফের ধস নামে ।যার ফলে শিলং রোড আবার পুরোপুরি বন্ধ করে দিতে হয়। এর ফলে রাস্তার দুপাশে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে।
পাহাড় থেকে ধস নেমে সনাপুরের সুরঙ্গের সামনে এসে পড়েছে। এই ধস সারানোর কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। আজকে এই ধর সারানো যাবে কিনা এ নিয়ে কিছুই বলতে পারছে না পূর্ত বিভাগ। এদিকে মহাসড়কের অবস্থা আরো শোচনীয় আরো নতুন কিছু স্থানে ধস নেমেছে। কয়েকটি স্থানে ধস নামায় মহাসড় ক বন্ধ করে দেওয়া হয়। যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।