ওয়েষ্ট বেঙ্গল বাস অ্যাণ্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ নারায়ণ বোস বলেন, ‘এভাবে আর বাস চালানো সম্ভব হচ্ছে না’। ৮ ডিসেম্বর, সোমবার থেকে শুরু হবে বাস ধর্মঘট । মূলত উত্তর ২৪ পরগণা থেকে কলকাতা গামী বাস বন্ধ রাখার কথা জানিয়েছেন তিন।
টালা ব্রিজে সোমবার থেকে ২৭টি রুটের ৭০০ বাস মিনিবাস রাস্তায় না নামানোর হঁশিয়ারি দিয়েছে ওয়েষ্ট বেঙ্গল বাস এণ্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন । সেই সঙ্গে উত্তর কলকাতায় অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে তারা । তাই সোমবার থেকে পথে নামবে না ৭০০ বাস ।
সংগঠনের সম্পাদক প্রদীপ নারায়ণ বোস বলেন, ‘এভাবে আর বাস চালানো সম্ভব হচ্ছে না’ । ৮ ডিসেম্বর, সোমবার থেকে শুরু হবে বাস ধর্মঘট । মূলত উত্তর ২৪ পরগণা থেকে কলকাতা গামী বাস বন্ধ রাখার কথা জানিয়েছেন প্রদীপ বোস । ২৭ সেপ্টেম্বর থেকে টালা ব্রীজ বন্ধের পর দু’মাস অতিক্রান্ত । কিন্তু এখনও কোনও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ বাস মালিক ও শ্রমিকদের । তাঁদের বক্তব্য, অনেকটা পথ ঘুরে যেতে হয়, তার ফলে তেল খরচ বেড়ে গেছে । কিন্তু ভাড়া বাড়ানো হয়নি । যার দরুণ তাঁরা চূড়ান্ত অর্থনৈতিক সংকটে পড়েছেন । তাই অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে প্রায় ২০ টি রুটের বাস ।
বাস মালিকদের দাবি, টালা ব্রীজ বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত রুটের বাস ও মিনিবাসকে যাত্রী স্বার্থে ভর্তুকি দিতে হবে । অযথা পুলিশের ফাইন করা চলবে না । সেন্ট্রাল এভিনিউর বাস চিড়িয়ামোড় থেকে কাশীপুর রোড হয়ে চিৎপুর ব্রীজ দিয়ে যেতে দিতে হবে । দক্ষিণ কলকাতা মুখী বাসগুলোকে বেলগাছিয়া ব্রীজ ও উত্তর কলকাতার বাস গুলোকে লকগেট ব্যবহার করতে দিতে হবে । এছাড়া ২০১৯ লোকসভা নির্বাচনের কাজে ব্যবহার করা বাস ও মিনিবাসের বকেয়া টাকা এই সংকটজনক পরিস্থিতিতে মিটিয়ে দেওয়া হোক । ওয়েষ্ট বেঙ্গল বাস এণ্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ নারায়ণ বোস বলেন, ‘খরচ বেশি হয়ে যাচ্ছে । সেখানে ভাড়া যা ছিল তাই রয়ে গেছে । দু’মাস কেটে গেলেও সমস্যার কোনো সমাধান আজও হয়নি । বহুবার সমস্যার কথা তুলে ধরলেও পরিবহণ দফতর কর্ণপাত করেনি এই ব্যাপারটা ।‘ জানা গেছে সোমবার থেকে ৭৮, ৭৮/১, ২১৪, ২১৪/এ, ২৩০, ২৩৪, ২৩৪/১, ২০১, ৩৪বি, ৩৪সি,৩০এ,২০২, কে-৪, এস-১৫৮,এস-১৫৯, এস-১৮০, এস-১৮১, এস-১৮৫, ২২২ রুটের ৭০০ বাসের চাকা গড়াবে না । ওয়েষ্ট বেঙ্গল বাস এণ্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন পরিবহণ দফতরের কাছে সাত দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেয় । বৃহস্পতিবার সংগঠনের কর্মকর্তারা দাবিদাওয়া নিয়ে বৈঠক করেন । ওই বৈঠকে সিদ্ধান্ত হয় তাদের দাবি না মানলে সোমবার থেকে লাগাতার বাস ধর্মঘট শুরু হবে ।