স্কুলের ভেতরে বজরং দলের অস্ত্র প্রশিক্ষন, বিতর্ক রাজ্যজুড়ে

< 1 - মিনিট |

স্কুল কর্তৃপক্ষ কিভাবে এধরনের একটি অনুষ্ঠানের জন্য অনুমতি দিল একটা এই প্রশ্ন তুলেছেন অসমের বুদ্ধিজীবীরা

কে আর সি টাইমস ডেস্ক

মঙ্গলদৈ : স্কুলের ভেতরে অস্ত্র প্রশিক্ষণের বিষয়টি নিয়ে তোলপাড় এখন গোটা রাজ্য। মঙ্গলদৈর মহর্ষী বিদ্যামন্দিরে অস্ত্র প্রশিক্ষণ দেয় বজরং দল। এই স্কুলে চার দিনের এ প্রশিক্ষণ শিবিরের শেষে অস্ত্র প্রশিক্ষণ দেয়া হয়। এ ধরনের একটি সচিত্র খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে প্রতিবাদ দেখা দেয়। স্কুল কর্তৃপক্ষ কিভাবে এধরনের একটি অনুষ্ঠানের জন্য অনুমতি দিল একটা এই প্রশ্ন তুলেছেন অসমের বুদ্ধিজীবীরা।

যেখানে সরকার থেকে কড়া নির্দেশ দেয়া হয়েছে কোন বিষয়ে যাতে স্কুলের চত্বর ব্যবহার করতে না দেওয়া হয়। এসব পরীক্ষণ এর ভিডিও সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিবাদের স্বেচ্ছায় হয়েছেন বহু ব্যক্তি ও সংগঠন। এভাবে প্রকাশ্যে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া নিয়ে তারা নানা ধরনের প্রশ্ন উত্থাপন করেন । এছাড়া এ ধরনের প্রশিক্ষণ আইনত দণ্ডনীয়। পুলিশ বা কোন সামরিক বাহিনী ছাড়া কেউ অস্ত্র প্রশিক্ষণ দিতে পারে না। কিন্তু এখানে প্রকাশ্য ে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাই এ বিষয়টি নিয়ে এখন তোলপাড় অসমের রাজনৈতিক অসামাজিক জনজীবন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *