স্থগিত ফাঁসি, পাকিস্তান কে পুনর্বিবেচনার নির্দেশ: আইসিজে

2 - মিনিট |

কুলভূষণকে চর প্রমাণ করতে পাকিস্তান যেসব যুক্তি দিয়েছিল তার অধিকাংশই ইতিমধ্যে খারিজ করেছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত (আইসিজে)। এরপর এদিন কুলভূষণকে কনস্যুলার অ্যাকসেস দেওয়ার নির্দেশ দিল আন্তর্জাতিক আদালত

কে আর সি টাইমস ডেস্ক

কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড নিয়ে রায় দিল আন্তর্জাতিক আদালত। প্রথম রাউণ্ডের পর কিছুটা স্বস্তিতে ১৩৩ কোটির আবাদি। আপাতত বল ভারতীয় কোটেই । প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণের মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তানকে পুনর্বিবেচনার নির্দেশ দিল নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালত। পুনর্বিবেচনা না করে মৃত্যুদণ্ড কার্যকর নয় বলেও জানিয়ে দিল আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের ১০ বিচারপতির বেঞ্চ। কুলভূষণের বিচার হয়েছিল পাকিস্তানের সামরিক আদালতে। এ দিন আন্তর্জাতিক আদালতের রায়, কুলভূষণের বিচার হওয়া উচিত ফৌজদারি আদালতে। এছাড়াও, তাঁর সঙ্গে দেখা করতে দেওয়ার নির্দেশও রয়েছে রায়ে। ১৫-১ ভোটে জয় হল ভারতের। ভারতীয় সময় সন্ধে সাড়ে ছটা নাগাদ ওই রায় শোনান প্রধান বিচারপতি।

গুপ্তচর বৃত্তির অভিযোগে প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে ২০১৭ সালের ১১ এপ্রিল মৃত্যুদণ্ড দেয় পাক সেনা আদালত। ওই রায়কে চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক আদালতে যায় ভারত। ভারতের দাবি ছিল, ‘মিথ্যে মামলায় ফাঁসিয়ে কুলভূষণের কাছ থেকে জোর করে জবানবন্দি আদায় করেছে পাক সেনা।’ এরপর গত ১৮ ফেব্রুয়ারি থেকে হেগ-এ আন্তর্জাতিক আদালতের সদর দফতরে চারদিন ধরে মামলার শুনানি চলে। আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড স্থগিত রাখার নির্দেশ দেয় ১০ সদস্যের বেঞ্চ। কুলভূষণকে চর প্রমাণ করতে পাকিস্তান যেসব যুক্তি দিয়েছিল তার অধিকাংশই ইতিমধ্যে খারিজ করেছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত (আইসিজে)। এরপর এদিন কুলভূষণকে কনস্যুলার অ্যাকসেস দেওয়ার নির্দেশ দিল আন্তর্জাতিক আদালত। ভারতের পক্ষেই রায় দিয়ে কুলভূষণের মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তানকে পুনর্বিবেচনার নির্দেশ দিল নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত (আইসিজে)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news