ডাক বিভাগের ক্ষমা প্রার্থনা
শিলচর : সামাজিক সংগঠন ড এপিজে আবদুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি হারাণ দের কাছে নির্বাচন কমিশনের দেওয়া একটি চিঠি দেরীতে পৌঁছানোর জন্য ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে।
এই মর্মে ডাক বিভাগ ফোরামের কাছে একটি টুইট করে আরও বলেছে যে ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে বিভাগ সচেষ্ট থাকবে।
এখানে উল্লেখ করা যেতে পারে যে নির্বাচন কমিশন গত ৭ জুলাই ড এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি হারাণ দের কাছে স্পীড পোস্টে একটি চিঠি দিলে তা শিলচরের মেহেরপুরে ১১ দিন সময় নিয়ে ১৭ জুলাই পৌঁছায়।