প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্লাস্টিক মুক্ত দেশ গড়তে স্বচ্ছতা হি সেবা কর্মসূচির ডাক দিয়েছেন
‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি উপলক্ষ্যে ত্রিপুরায় প্লাস্টিক সংগ্রহে কেন্দ্রীয় মহাসড়ক এবং পরিবহণ মন্ত্রক একটি ভ্যানের সূচনা করেছে। ওই ভ্যান বৃহস্পতিবার থেকে জাতীয় সড়কে প্লাস্টিক সংগ্রহ করে তা নষ্ট করবে।
মূলত, পরিবেশ নির্মূল রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়েই এই কর্মসূচির সূচনা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা বিধানসভায় বিজেপি-র মুখ্য সচেতক কল্যাণী রায়। এদিকে, বিজেপি-র রামনগর মণ্ডলের পক্ষ থেকেও আজ প্লাস্টিক বিরোধী সচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে। আগরতলার বিজয়কুমার বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে প্লাস্টিকের কুফল নিয়ে সচেতনতা বাড়ানো হয়েছে।
কল্যাণী রায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কল্যাণে স্বচ্ছতা হি সেবা কর্মসূচির ডাক দিয়েছেন। তিনি চাইছেন, দেশকে নির্মল রাখতে প্লাস্টিক বর্জন করা অতি আবশ্যক। তাই, কেন্দ্রীয় মহাসড়ক এবং পরিবহণ মন্ত্রক ত্রিপুরায় প্লাস্টিক সংগ্রহে একটি ভ্যান প্রদান করেছে। ওই ভ্যানের আজ থেকে যাত্রা শুরু হয়েছে। তিনি জানান, ত্রিপুরায় জাতীয় সড়কের পাশে পড়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করে তা নষ্ট করার কাজ করবে ওই ভ্যান। তাঁর কথায়, প্রধানমন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্লাস্টিকমুক্ত ভারত এবং প্লাস্টিকমুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে সফল করার লক্ষ্যেই আগামী ১ অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হি সেবা কর্মসূচি পালিত হবে ত্রিপুরায়।
এদিকে, আজ রামনগর বিজেপি মণ্ডলের তরফে বিজয়কুমার বালিকা বিদ্যালয়ে প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতা কর্মসূচি পালিত হয়েছে। মণ্ডল সভাপতি সমরেন্দ্র দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৯-তম জন্মদিন উপলক্ষ্যে সেবা সপ্তাহ পালিত হচ্ছে ত্রিপুরায়। তারই অঙ্গ হিসেবে আজ প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তাঁর কথায়, প্লাস্টিকের অপব্যাবহার এবং এর ক্ষতি সম্পর্কে ছাত্রীদের সচেতন করে তোলাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।