স্বচ্ছ ভারত অভিযান : সংসদ চত্বরে ঝাড়ু হাতে হেমা মালিনী

< 1 - মিনিট |

সকাল সকাল খোশমেজাজে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এ সামিল হন বিজেপি সাংসদ হেমা মালিনী ও অনুরাগ ঠাকুর

কে আর সি টাইমস ডেস্ক

সংসদ চত্বরে সকাল সকাল ঝাড়ু হাতে দেখা গেল মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনীকে। শনিবাসরীয় সকালে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর অংশ হিসাবে সংসদ চত্বর ঝাড়ু দিয়ে সাফ করলেন বলিউড অভিনেত্রী। সঙ্গে ছিলেন অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী-বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। 
সকাল সকাল খোশমেজাজে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এ সামিল হন বিজেপি সাংসদ হেমা মালিনী ও অনুরাগ ঠাকুর। সাদা-কালো স্ট্রাইপ সালোয়ার কামিজ পরনে, লম্বা ঝাড়ু হাতে সংসদ চত্বর পরিষ্কার করলেন মথুরার বিজেপি সাংসদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এরপর হেমা মালিনী বললেন, “মহাত্মা গান্ধীর জন্মের ১৫০তম বছরে সংসদের স্পিকার যে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্ৰশংসনীয়। আগামী সপ্তাহে আমি মথুরা ফিরে যাব, সেখানেও এই অভিযান করব।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *