স্বরূপ দত্তের প্রয়ানে শোকস্তব্ধ টলিপাড়া

< 1 - মিনিট |

প্রয়াত বাংলা সিনেমার উজ্জ্বল মুখ স্বরূপ দত্ত| মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর৷

কে আর সি টাইমস ডেস্ক

 দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই শেষ|প্রয়াত বাংলা সিনেমার উজ্জ্বল মুখ  স্বরূপ দত্ত| মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর৷ অভিনেতা স্বরূপ স্বরূপ দত্তের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া|স্বরূপ দত্তের মৃত্যুতে শোকার্ত অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। অভিনেতার মৃত্যুর খবরের কথা জানতে পেরে তিনি বলেন, ‘যখন আপনজন মুক্তি পায়, তখন ঘর নামে একটি নাটক করেছিলাম ওনার সঙ্গে । আমার বাড়িতেও এসেছেন কয়েকবার । আত্মীয়তার সম্পর্ক ছিল । আর ভালো লাগে না এসব শুনতে। খুব খারাপ লাগল শুনে| খুব ভালো মানুষ ছিলেন উনি’| অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘ আমার সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল । খবরটা শুনে খুবই খারাপ লাগছে|আর কিছু বলার নেই ’| গত শনিবার থেকে মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা স্বরূপ দত্ত৷ গত তিন দিন ধরে ছিলেন ভেন্টিলেশন৷ আজ বুধবার ভোরে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা৷ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে  কেওড়াতলা শ্মশানে৷একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন স্বরূপ দত্ত৷ পরিচালক তপন সিনহার ছবি আপানজন-এ অভিনয়ের সুযোগ পান স্বরূপ দত্ত৷ প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি৷ আপনজন ছাড়াও অভিনেতার অভিনীত ছবি স্নিগ্ধ মাহাত, এখনই, হারমোনিয়ান৷ পিতাপুত্র, স্বর্ণশিকার, মা ও মেয়ে, আধা অতীত| 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news