মাঝে দু’দিন অপরিবর্তিত থাকার পর বৃহস্পতিবার পুনরায় দাম কমল পেট্রোলের, পাশাপাশি নিন্মমুখী ডিজেলের দামও
কমেই চলেছে পেট্রোপণ্যের মূল্য। মাঝে দু’দিন অপরিবর্তিত থাকার পর বৃহস্পতিবার পুনরায় দাম কমল পেট্রোলের, পাশাপাশি নিন্মমুখী ডিজেলের দামও। বৃহস্পতিবার সকাল ছ’টা থেকে নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে যথাক্রমে, ০.০৮ পয়সা, ০.০৭ পয়সা, ০.০৮ পয়সা এবং ০.০৯ পয়সা করে কমেছে পেট্রোলের দাম| পাশাপাশি দিল্লি-সহ চার মেট্রো সিটিতে ডিজেলের দাম কমেছে যথাক্রমে, ০.০৬ পয়সা (দিল্লি), ০.০৬ পয়সা (কলকাতা), ০.০৬ পয়সা (মুম্বই) এবং ০.০৬ পয়সা (চেন্নাই)|
নতুন মূল্য অনুযায়ী, কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ৭২.৬১ টাকা| দিল্লিতে পেট্রোলের নতুন দাম লিটার পিছু ৭০ টাকা ৩৫ পয়সা, মুম্বইতে পেট্রোলের নতুন দাম ৭৬ টাকা ০৪ পয়সা| পাশাপাশি চেন্নাইতে পেট্রোলের নতুন মূল্য হল ৭৩ টাকা ০৮ পয়সা| এছাড়াও কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম যথাক্রমে, ৬৬.২৫ টাকা (কলকাতা), ৬৪.৩৩ টাকা (দিল্লি), ৬৭.৪৫ টাকা (মুম্বই) এবং ৬৮.০৫ টাকা (চেন্নাই)| পেট্রোল ও ডিজেলের মূল্য নিম্নমুখী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।