অনেক কষ্টে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার রক্ষীরা তাকে রক্ষা করেন
হাইলাকান্দি : অঘটন ঘটল মুখ্যমন্ত্রীর সভায়। শিলচরের অনুষ্ঠান শেষ করে বৃহস্পতিবার দুপুরে যখন মুখ্যমন্ত্রী হাইলাকান্দিতে পৌঁছন তখন অঘটন ঘটে গেল। পুলিশ ব্যারিকেড ভেঙ্গে মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢুকে পড়েন। মানুষ এভাবে মুখ্যমন্ত্রী এবং সবাইকে ঘিরে ফেলেন। অনেক কষ্টে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার রক্ষীরা তাকে রক্ষা করেন।
এই ঘটনা নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি দেখা দেয় হাইলাকান্দিতে।ঘটনার সূত্রপাত হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলাতে যাওয়া এক ব্যক্তির দেহে পুলিশ আঘাত করার পরে। পাঁচজন মহিলা সহ পুলিশ কর্মী আহত হয়েছেন। বহু কষ্টে মুখ্যমন্ত্রীকে এই ভিড় থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কিভাবে হঠাৎ পুলিশ বেরিকেট ভেঙ্গে এত মানুষ ঢুকে পড়ল এটা নিয়ে তদন্ত চলছে।