হাজার হাজার ভক্ত‌ সমাগমে বারইগ্রা‌ম আশ্র‌মে রাধারমণ গোস্বামীজিউর তিরোধান উৎসব সম্পন্ন

< 1 - মিনিট |

গুরুপূজা ও অঞ্জ‌লি প্রদা‌নের পর ‌দিনভর হ‌রিনাম সংকীর্তন যজ্ঞ এবং মহাপ্রসাদ বিতর‌ণের ম‌ধ্য দি‌য়ে তি‌রোধান তি‌থি উদযাপন করা হয়। দিনব্যা‌পী নামসুধা প‌রি‌বেশন ক‌রে বি‌ভিন্ন স্থান থে‌কে আগত কীর্ত‌নিয়া দল

কে আর সি টাইমস ডেস্ক

হাজার হাজার ভক্ত‌ সমাগমে সনাতনীয় ভাবা‌বে‌গের ম‌ধ্য দি‌য়ে ক‌রিমগঞ্জ জেলার বারইগ্রামে প্রভুপাদ রাধারমণ গোস্বামীজিউর তিরোধান উৎসব সম্পন্ন হয়েছে আজ। উৎসব‌ পাল‌নের জন্য প্রথম থে‌কে ব্যাপক আয়োজন ক‌রে আশ্রম প‌রিচালনা ক‌মি‌টি। গত চার জুলাই শুভারম্ভ হয়ে আজ ৬ জুলাই উৎসবেপর সমাপন ঘটেছে।
প্রতিবারের মতো এবারের উৎসবেও স্থানীয় ভক্ত‌দের পাশাপা‌শি বাংলা‌দেশ, ত্রিপুরা, মি‌জোরাম, ম‌ণিপুর, মেঘালয়, কলকাতা থে‌কেও ভক্ত‌দের সমাগম ঘ‌টেছে।। হাজার হাজার ভক্তের সমাগমে পুণ্যতী‌র্থে প‌রিণত হয় আশ্রম চত্বর। গত চার জুলাই শুভ অধিবা‌সের মাধ্য‌মে শুরু হয় উৎস‌ব। পরেরদিন শুক্রবার ছিল ঠাসা কার্যসূচির। ওইদিন ভোরে মঙ্গলার‌তির মাধ্য‌মে সূচনা হয় নানা প‌র্বের। গুরুপূজা ও অঞ্জ‌লি প্রদা‌নের পর ‌দিনভর হ‌রিনাম সংকীর্তন যজ্ঞ এবং মহাপ্রসাদ বিতর‌ণের ম‌ধ্য দি‌য়ে তি‌রোধান তি‌থি উদযাপন করা হয়। দিনব্যা‌পী নামসুধা প‌রি‌বেশন ক‌রে বি‌ভিন্ন স্থান থে‌কে আগত কীর্ত‌নিয়া দল। তারা যথাক্র‌মে গৌরগোপাল সম্প্রদায়, প্রাণগোবিন্দ সম্প্রদায়, গৌরহরি সম্প্রদায়, মদনমোহন সম্প্রদায় প্রভৃতি। এই কয়দিন ভক্তকুল দিবারাত্র মহানাম যজ্ঞের সুধা লাভ করেছেন।
শনিবার সকাল ছয়টায় মহাপ্রভুর শ্রীবিগ্রহ নিয়ে নগর পরিক্রমা ও শে‌ষে হরিনাম যজ্ঞের মাধ্য‌মে দ‌ধিভাণ্ড ভঞ্জন ও মহন্ত বিদায়ের মাধ্য‌মে তি‌রোধান উৎস‌বের সমা‌প্তি ঘোষণা করা হয়। উৎসব‌টি সর্বাঙ্গসুন্দর করে পাল‌নের জন্য ভক্ত‌দের ধন্যবাদ জা‌নি‌য়ে‌ছেন আয়োজক ক‌মি‌টির সভাপ‌তি, সম্পাদক ও কোষাধ্যক্ষ যথাক্র‌মে ক্ষিতিশরঞ্জন পাল, তরুণ চৌধুরী ও কৌশিক দেব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news