হাতে লাঠি বা বন্দুক নয়, মাত্রাতিরিক্ত গরমে দিকে দিকে যখন রক্ত সংকট, ঠিক সেসময়ই ১৪ ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে’তে রক্তদান শিবিরের আয়োজন করলো দুবরাজপুর থানার পুলিশ
সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে পুলিশের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আর এই সকল অভিযোগের মাঝে পুলিশকর্মীদের মহৎ কাজও বেশিরভাগ সময় ধামাচাপা পরে যায়। তবে মহৎ কাজ সবসময় মহৎ-ই, একথা অনস্বীকার্য।
তাই এবার হাতে লাঠি বা বন্দুক নয়, মাত্রাতিরিক্ত গরমে দিকে দিকে যখন রক্ত সংকট, ঠিক সেসময়ই ১৪ ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে’তে রক্তদান শিবিরের আয়োজন করলো দুবরাজপুর থানার পুলিশ। রক্ত সংকট মেটাতে আজকের এই রক্তদান শিবিরে কমপক্ষে ১০০ জন রক্ত দাতা রক্ত দান করেন। বিশেষ উল্লেখযোগ্য এই রক্তদান শিবিরের রক্তদাতারা সকলেই পুলিশ কর্মী, কেউ থানার অফিসার, কেউ আবার কনস্টেবল, কেউ সিভিক ভলেন্টিয়ার, আবার কেউ ভিলেজ পুলিশ। দুবরাজপুর থানার ওসি শেখ মহম্মদ আলীর তত্বাবধানে আজ সেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত সংকটের সময়ে এমন উদ্যোগকে বাহবা জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ থেকে সমাজকর্মীরা।