হায়দরাবাদে দু’টি ট্রেনের মুখোমুখি সঙ্ঘর্ষ, গুরুতর আহত ৫ জন যাত্রী

< 1 - মিনিট |

আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কে আর সি টাইমস ডেস্ক

তেলেঙ্গানার হায়দরাবাদে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল দু’টি ট্রেন। সোমবার সকালে কাচেগুড়া রেল স্টেশনে মুখোমুখি সঙ্ঘর্ষ হয় দু’টি ট্রেনের। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে, ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রেল সূত্রের খবর, সোমবার সকালে কাচেগুড়া রেল স্টেশনে মুখোমুখি সঙ্ঘর্ষ হয় লিঙ্গমপল্লি-ফালাকনুমা ট্রেন এবং কুর্নুল সিটি-সেকেন্দ্রাবাদ হান্ড্রি এক্সপ্রেস ট্রেনের। জোরালো সঙ্ঘর্ষের জেরে লিঙ্গমপল্লি-ফালাকনুমা ট্রেনের তিনটি বগি এবং কুর্নুল সিটি-সেকেন্দ্রাবাদ হান্ড্রি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচু্যত হয়ে যায়। দুর্ঘটনার পরই উদ্ধারকাজে হাত লাগান নিত্য যাত্রী এবং রেল কর্মীরা। দুর্ঘনাস্থলে পৌঁছন রেলের উচ্ছপদস্থ আধিকারিকরা। রেল সূত্রের খবর, দু’টি ট্রেনের মুখোমুখি সঙ্ঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আপাতত উদ্ধারকাজ চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news