হায়দরাবাদ ধর্ষণ-খুন মামলা : পুলিশের গুলিতে খতম ৪ অভিযুক্ত

< 1 - মিনিট |

অভিযুক্তদের মৃত্যুতে অত্যন্ত খুশি তরুণী পশু চিকিৎসকের বাবা। শোকস্তব্ধ বাবা জানিয়েছেন, ‘আমার মেয়ের মৃত্যুর পর ১০ দিন হল, পুলিশ এবং সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। আমার মেয়ের আত্মা শান্তি পাবে এবার।’

কে আর সি টাইমস ডেস্ক

পুননির্মাণের সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর ছক বানচাল! পুলিশের গুলিতে খতম হল হায়দরাবাদে তরুণী চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় ৪ জন অভিযুক্ত। তদন্ত ও পুননির্মাণের জন্য শুক্রবার ভোররাতে ৪ জন অভিযুক্তকে হায়দরাবাদের অনতিদূরে শাদনগরের চাতানপল্লিতে নিয়ে গিয়েছিল তদন্তকারীদের একটি দল। সেই সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে তদন্তকারীদের উপর চড়াও হয় অভিযুক্তরা। অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে গুলি করে হত্যা করে পুলিশ, ঘটনাস্থলেই অভিযুক্তদের মৃত্যু হয়। এনকাউন্টারে ৪ জন অভিযুক্তের মৃত্যুর পরই ঘটনাস্থলে পৌঁছন উচ্চপদস্থ পুলিশ কর্তারা। সাইদরাবাদ পুলিশ কমিশনার ভি সি সাজ্জানার জানিয়েছেন, শুক্রবার ভোররাত তিনটে থেকে সকাল ছ’টার মধ্যে শাদনগরের চাতানপল্লিতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে মহম্মদ আরিফ, জোল্লু শিবা, জোল্লু নবীন এবং চিন্তাকুন্তা চিন্নাকেশাভুলু-এই ৪ জন অভিযুক্তের। শামশাবাদ ডিসিপি প্রকাশ রেড্ডি জানিয়েছেন, ‘পুননির্মাণের জন্য ক্রাইম স্পটে নিয়ে যাওয়া হয়েছিল অভিযুক্তদের। আচমকাই পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় অভিযুক্তরা এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় পুলিশ, তখনই মৃত্যু হয় ৪ জন অভিযুক্তের।’   

হায়দরাবাদের অনতিদূরে শাদনগরে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ-খুন নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ চলছে গোটা দেশে। দোষীদের ফাঁসির সাজা চাইছেন দেশের প্রায় প্রতিটি মানুষ। এমতাবস্থায় এনকাউন্টারে মৃত্যু হল গণধর্ষণ-খুনে অভিযুক্ত ৪ জনের, যথাক্রমে-মহম্মদ আরিফ, জোল্লু শিব, জোল্লু নবীন এবং চিন্তাকুন্তা চিন্নাকেশাভুলু। ২৫ বছর বয়সী মহম্মদ আরিফ পেশায় গাড়ির চালক এবং প্রধান অভিযুক্ত। অভিযুক্তদের মৃত্যুতে অত্যন্ত খুশি প্রকাশ করেছেন তরুণী পশু চিকিৎসকের বাবা। শোকস্তব্ধ বাবা জানিয়েছেন, ‘আমার মেয়ের মৃত্যুর পর ১০ দিন হল, পুলিশ এবং সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। আমার মেয়ের আত্মা শান্তি পাবে এবার।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news