ডাঃ প্রদীপকুমার মিত্র আগে এসএসকেএমের অধিকর্তার পদে ছিলেন। তারপর বেশ কিছু দিন কম্পালসারি ওয়েটিংয়ে থাকার পর স্বাস্থ্য দফতরে ওএসডি পদে আসেন । সেখান থেকে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার পদে আসীন হন
হৃদরোগে আক্রান্ত হলেন রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ডাঃ প্রদীপ মিত্র । শুক্রবার সকালে আচমকাই তিনি বুকে ব্যাথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। জরুরি ভিত্তিতে করা হয় অ্যাঞ্জিওগ্রাম। চিকিৎসকেরা জানিয়েছেন, বড়সড় ব্লকেজ ধরা পড়েছে তাঁর। ফলে আপদকালীন তৎপরতায় করা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি অপারেশন। বসানো হয় একাধিক স্টেন্ট ।এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত বিপদ কেটেছে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার । তবে ৪৮ ঘণ্টা না কাটলে পুরোপুরি বিপন্মুক্ত বলা যাবে না।
গতবছর ২৫ জুলাই রাজ্যের নতুন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা হন অধ্যাপক ডাঃ প্রদীপকুমার মিত্র । প্রাক্তন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা অধ্যাপক ডাঃ দেবাশিস ভট্টাচার্যর স্থলাভিষিক্ত হন তিনি । রাজ্যের মাল্টি ও সুপার স্পেশ্যালিটি হাসপাতালগুলোর দেখাশোনার জন্য ওএসডি পদ তৈরি করা হয় । সেই পদে ছিলেন অধ্যাপক ডাঃ প্রদীপকুমার মিত্র । তাঁকে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার পদের দায়িত্ব দেওয়া হয় । ডাঃ প্রদীপকুমার মিত্র আগে এসএসকেএমের অধিকর্তার পদে ছিলেন। তারপর বেশ কিছু দিন কম্পালসারি ওয়েটিংয়ে থাকার পর স্বাস্থ্য দফতরে ওএসডি পদে আসেন । সেখান থেকে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার পদে আসীন হন।