হেরিটেজ তালিকায় নাম উঠেছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জের গলফ ক্লাব ৭৭ বি নম্বরের তিনতলা বাড়িটির। এই বাড়িতেই দীর্ঘকাল ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা । ১৯৫৬ সাল থেকে এই বাড়িতে বসবাস করেছেন তিনি।
এবার হেরিটেজের সম্মান পাচ্ছে কিংবদন্তী গায়ক ভূপেন হাজারিকার দক্ষিণ কলকাতার বাড়ি। কলকাতা পুরসভার হেরিটেজ তালিকায় নাম উঠেছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জের গলফ ক্লাব ৭৭ বি নম্বরের তিনতলা বাড়িটির। এই বাড়িতেই দীর্ঘকাল ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা । ১৯৫৬ সাল থেকে এই বাড়িতে বসবাস করেছেন তিনি। কলকাতা পুরসভার হেরিটেজ বাড়ির তালিকায় ৯৪ নম্বর ওয়ার্ডের এই বাড়িটির নাম তোলা হয়েছে। তবে কোন গ্রেডে ভারতরত্ন প্রাপ্ত শিল্পীর বাড়ি হেরিটেজ ঘোষণা করা হবে সেই গ্রেড অবশ্য এখনও ঠিক করা হয়নি।বর্তমানে কলকাতায় হেরিটেজের তকমা পেয়েছে এমন বাড়ির সংখ্যা ১২০০। এর মধ্যে গ্রেড ওয়ান তকমা পেয়েছে ৬১১ টি বাড়ি। গ্রেড ২এ- তে রয়েছে ১৯৭টি ও গ্রেড ২বি- তে রয়েছে ১০৯টি বাড়ি।
গত শতকের ষাট ও সত্তরের দশকে এ বাড়ি ছিল গমগমে। কলকাতার বোম্বের নামে দামি শিল্পীদের আসা-যাওয়া লেগেই থাকত এই বাড়িতে। শাবানা আজমি অপর্ণা সেন থেকে শুরু করে লতা মঙ্গেশকার সহ বহু শিল্পীর পা পড়েছিল এই বাড়িতে। কিন্তু এরপর ভূপেন হাজারিকা তৎকালীন বম্বেতে চলে যাওয়ার পর বাড়িটি পড়ে রয়েছে তালা বন্ধ হয়ে। মাঝে যদিও এই বাড়ি নিয়ে চাপানউতোর হয়েছিল প্রচুর। অসম সরকার ভূপেন হাজারিকার এই বাড়িটি কেনার চেষ্টা করেছিল। তারা চেয়েছিল এই বাড়িতেই ভূপেন হাজারিকা স্মৃতি সংরক্ষণ করতে। কিন্তু অসম সরকারের সেই আবেদন খারিজ করে পশ্চিমবঙ্গ।