অত্যন্ত দুঃসংবাদ| স্বল্প সময় অসুস্থ থাকার পর প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পপতি তথা আইটিসি গোষ্ঠীর চেয়ারম্যান ওয়াই সি দেবেশ্বর
ত্যন্ত দুঃসংবাদ| স্বল্প সময় অসুস্থ থাকার পর প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পপতি তথা আইটিসি গোষ্ঠীর চেয়ারম্যান ওয়াই সি দেবেশ্বর| শনিবার সকালে গুরুগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৭২ বছর| আইটিসি সূত্রের খবর, বেশ কিছুদিন অসুস্থ থাকার পর শনিবার সকালে গুরুগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আইটিসি-র চেয়ারম্যান ওয়াই সি দেবেশ্বর|
১৯৪৭ সালের ৪ ফেব্রুয়ারি লাহোরে জন্ম ওয়াই সি দেবেশ্বরের| আইআইটি দিল্লি থেকে পড়াশোনা শেষ করে তিনি ম্যানেজমেন্ট পড়েন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে| টোব্যারো সংস্থা থেকে এফএমসিজি-তে আইটিসি-র উত্তরণ তাঁর হাত ধরেই| ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে আসীন ছিলেন| ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় বোর্ডের ডিরেক্টরও| ২০১৭ সালে কার্যনির্বাহী ভূমিকা থেকে পদত্যাগ করলেও, আইটিসি-র চেয়ারম্যান পদের দায়িত্বে আসীন ছিলেন ওয়াই সি দেবেশ্বর| ১৯৬৮ সালে আইটিসি-তে যোগদান করেছিলেন দেবেশ্বর| ১৯৯৬ সালে আইটিসি-র কার্যনির্বাহী চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করেন তিনি| বর্তমানে আইটিসি-র সিইও এবং এমডি হলেন সঞ্জীব পুরী| প্রসঙ্গত, ২০১১ সালে পদ্মভূষণ সম্মানে ভূষীত হয়েছিলেন দেবেশ্বর|
আইটিসি গোষ্ঠীর চেয়ারম্যান ওয়াই সি দেবেশ্বরের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শোকজ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| শোকবার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, ‘ভারতীয় ব্যবসার বলিষ্ঠ এবং ইন্ডিয়ান ব্রান্ডের নির্মাতা, শ্রী ওয়াই সি দেবেশ্বরের মৃত্যুতে দুঃখিত| তাঁর পরিবার এবং আইটিসি-র সমকর্মীদের প্রতি সমবেদনা|’ শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘ভারতীয় ইন্ডাস্ট্রিতে দৃঢ় অবদান রেখেছেন শ্রী ওয়াই সি দেবেশ্বর| তাঁর প্রয়াণে ব্যথিত|’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা, ‘ওয়াই সি দেবেশ্বরের জীবনাবসানে ব্যথিত| কর্পোরেট ওয়ার্ল্ডে তিনি মহা শক্তিশালী ছিলেন| তাঁর পরিবার, সহকর্মী এবং অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা|’