১০০০ টাকা কেজি দরে বিক্রি হল তিস্তায় মৎস্যজীবীর জালে পড়া পেল্লায় আড় মাছ

< 1 - মিনিট |

শনিবার ওই মাছটিকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ির স্টেশন বাজারে৷ সপ্তাহান্তের বাজারে বাঘা আড় মাছটি দেখতে ভিড় জমান বহু মানুষ৷ কেনার সামর্থ্য না থাকলেও মাছটিকে ছুঁয়ে দেখেন অনেকেই

কে আর সি টাইমস ডেস্ক

হাজার টাকা কেজি দরে বিক্রি হল তিস্তায় মৎস্যজীবীর জালে পড়া পেল্লায় আড় মাছ৷   শুক্রবার জলপাইগুড়ির মিলন পল্লি এলাকায় তিস্তার জলে এক মৎস্যজীবীর জালে ওঠে ৷ প্রায় ১০২ কেজি ওজনের বাঘা আড় মাছটি ৷   শনিবার ওই মাছটিকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ির স্টেশন বাজারে ৷ শেষ পর্যন্ত ১০০০ টাকা কেজি দরে বিশালাকার মাছটি মৎস্যজীবীর কাছ থেকে কিনে নেন জলপাইগুড়ি স্টেশন বাজারের এক বিক্রেতা ৷ 
শুক্রবার সকালে অন্যান্য দিনের মতো মিলন পল্লি এলাকায় তিস্তার জলে জাল ফেলেছিলেন একাধিক মৎস্যজীবী৷ কেউ বরোলি, কেউ ছোট মাছ ধরছিলেন। সকাল ১১ টা নাগাদ রুহিদাস নামে এক মৎস্যজীবী জাল তুলতে গিয়ে অবাক হয়ে যান৷ এত ভারী জাল যে তাঁর একার পক্ষে তোলা যেন অসম্ভব হয়ে পড়ে৷ অন্যান্যদের সহায়তায় ডাঙায় জাল তোলেন মৎস্যজীবীরা৷ দেখেন, একটি বিশালাকার আড় মাছ ধরা পড়েছে৷ ওজন প্রায় ১০২ কেজি৷ মাছটি যদিও বারবারই জাল ছিঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছেন তাঁরা৷ কিন্তু মৎস্যজীবীদের তৎপরতায় তা সম্ভব হয়নি৷ পাইকারি বিক্রেতাদের কাছে মাছটি বিক্রিও করে দেন রুহিদাস | শনিবার ওই মাছটিকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ির স্টেশন বাজারে৷ সপ্তাহান্তের বাজারে বাঘা আড় মাছটি দেখতে ভিড় জমান বহু মানুষ৷ কেনার সামর্থ্য না থাকলেও মাছটিকে ছুঁয়ে দেখেন অনেকেই৷ কেউ কেউ আবার বাঘা আড় মাছের সঙ্গে বেশ  সেলফিও তোলেন ৷ তবে শেষ পর্যন্ত ১০০০ টাকা কেজি দরে বিশালাকার মাছটি মৎস্যজীবীর কাছ থেকে কিনে নেন জলপাইগুড়ি স্টেশন বাজারের বিক্রেতা জ্যোতিষ দাস ৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news