ভারতীয় রেলওয়ের অংশ হিসেবে এবার নতুন এক উদ্দোগ্যে সামিল হলো পূর্ব রেলওয়ে |বলা যেতে পারে ‘স্বচ্ছ ভারত’ অভিযানকে মাথায় রেখে রেল পরিসর পরিচ্ছন্ন রাখতে ১০০ টি রেল স্টেশনে শৌচাগারের ব্যবস্থা করল পূর্ব রেলওয়ে
ভারতীয় রেলওয়ের অংশ হিসেবে এবার নতুন এক উদ্দোগ্যে সামিল হলো পূর্ব রেলওয়ে|বলা যেতে পারে ‘স্বচ্ছ ভারত’ অভিযানকে মাথায় রেখে রেল পরিসর পরিচ্ছন্ন রাখতে ১০০ টি রেল স্টেশনে শৌচাগারের ব্যবস্থা করলো পূর্ব রেলওয়ে | মঙ্গলবার পূর্ব রেলওয়ে সদর দফতরে সাংবাদিক সন্মেলনের মাধ্যমে সে কথা জানালেন পূর্ব রেলওয়ের এডিসন্যাল জেনারেল সঞ্জয় সিং গেহলট| খোলা জায়গা দূষিত করার প্রবণতাকে রোধ করতেই মূলত পূর্ব রেলওয়ের এই উদ্যোগ|যাত্রীসাধারণ থেকে রেল ব্যবহারকারী সকলেরই কথা ভেবে রেল স্টেশনে কাছাকাছি রেলের নিকটবর্তী এলাকায় শৌচালয় স্থাপনের সিদ্ধান্ত পূর্ব রেলওয়ের | যাত্রী ছাড়াও এই শৌচাগার ব্যবহার করতে পারবে সাধারণ পথ চলতি মানুষও| অনেকেরই রেল স্টেশন থেকে কাজের শুরু আবার রেল স্টেশনেই কাজ শেষ| তাঁদের সমস্যার কথা ভেবেই পূর্ব রেলওয়ের এই সিদ্ধান্ত বলেই জানান পূর্ব রেলওয়ের এডিসন্যাল জেনারেল সঞ্জয় সিং গেহলট |
এই শৌচাগার গুলিতে তিনটি পুরুষদের এবং তিনটি মহিলাদের জন্য শৌচাগারের ব্যবস্থা থাকবে | এছাড়াও থাকবে দিব্যাঙ্গদের জন্য পৃথক ব্যবস্থাও | তাছাড়াও শৌচাগার গুলিতে সেনিটারি ন্যাপকিন ও নিরোধ ভেন্ডিং মেশিনের ও ব্যবস্থা করেছে পূর্ব রেলওয়ে| ভেন্ডিং মেশিনের ব্যবহার বাদে সব সুবিধাই যাত্রীরা পাবেন বিনামূল্যে | সাংবাদিক সন্মেলনে শৌচাগারের কথা জানিয়ে আজ ত্রিপাক্ষিক সমঝোতাপত্রে স্বাক্ষর করলেন পূর্ব রেলওয়ের আধিকারিকরা|
খুব শীঘ্রই কাজ শুরু হবে শৌচাগার তৈরীর| শৌচাগার তৈরী করতে আনুমানিক ব্যয় হবে ২৬ কোটি টাকা | তবে, কোন ১০০টি স্টেশনে শৌচাগারের ব্যবস্থা করবে তা এখনও সঠিক সিদ্ধান্ত নেয়নি পূর্ব রেলওয়ে |