১১ চিকিৎসকের ইস্তফা, গণ ইস্তফার হুঁশিয়ারি

< 1 - মিনিট |

“আন্দোলন যেমন চলছে, তেমন চলবে । জোর করে আন্দোলন তোলা যাবে না । আমরা কেউ সরকারের কাছে দায়বদ্ধ নই । সরকার এসমা জারি করার আগেই আমরা গণ ইস্তফা দেব । আর ডাক্তাররা চলে গেলে পরিষেবার দায়িত্ব রাজ্যের । এই দায় ডাক্তারদের নয়”

কে আর সি টাইমস ডেস্ক

 মুখ্যমন্ত্রীর পাল্টা হুশিয়ারী দিল জুনিয়ার চিকিত্সকরা | জুনিয়ার চিকিত্সকরা কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে জারি হবে ‘এসমা’ (এসেনশিয়াল সার্ভিস মেনটেনেন্স আয়াক্ট), বৃহস্পতিবার এমনটাই হুশিয়ারী দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | অন্যদিকে এদিন এই হুশিয়ারীর পাল্টা রাজ্যের সমস্ত জুনিয়ার চিকিত্সকরা গণইস্তফার হুশিয়ারী দেন |

এদিন সকালে এসএসকেএম-এ এসে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সেখানে মুখ্যমন্ত্রী বলেন, “চিকিত্সকদের কাজ সেবা করার । স্বতঃস্ফূর্তভাবে একটা ঘটনা ঘটে গিয়েছে । পুলিশ কমিশনার জুনিয়ার ডাক্তারদের সঙ্গে আলোচনা করেছে । চন্দ্রিমা গিয়ে হাসপাতালে ওই ছেলেটাকে দেখে আসল । আহত চিকিত্সকের সব খরচ সরকার নিয়েছে । এরপরও… এত বড় ঔদ্ধত্য ওদের । ৪ দিন ধরে আবেদন করছি । কানই দিচ্ছে না । একটা ডাক্তার তৈরি করতে ২৫ লক্ষ টাকা লাগে । এখানে ইন্টার্ন করে তারপর বাইরে চলে যায় । আমি যদি ডোনেশন চালু করি, আরও ২০ শতাংশ ছেলেমেয়ে সুবিধা পাবে । ওদের মায়া নেই ? কিছুলোক উস্কানি দিচ্ছে ওদের । আজ ২ টোর মধ্যে কাজে যোগ দিলে ভাল, না হলে আমরা এসমা জারি করব ।”

 মুখ্যমন্ত্রীর এই হুশিয়ারীর প্রতিবাদেই এদিন গর্জে ওঠে জুনিয়ার চিকিত্সকরা | এদিন চিকিত্সকদের আন্দোলনরত যৌথ কমিটি জানায়, “আন্দোলন যেমন চলছে, তেমন চলবে । জোর করে আন্দোলন তোলা যাবে না । আমরা কেউ সরকারের কাছে দায়বদ্ধ নই । সরকার এসমা জারি করার আগেই আমরা গণ ইস্তফা দেব । আর ডাক্তাররা চলে গেলে পরিষেবার দায়িত্ব রাজ্যের । এই দায় ডাক্তারদের নয় ।”

 অন্যদিকে এই হুশিয়ারীর কয়েক ঘন্টা পরেই সাগরদত্ত মেডিক্যাল কলেজে গণইস্তফা পত্র জমা দেন ১১জন চিকিত্সক | তারা বিভাগীয় প্রধানের কাছে এই ইস্তফা পত্র জমা দেন |  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news