১৫ জুলাই ভারতীয় সময় রাত ২টো বেজে ৫১ মিনিটে শ্রীহরিকোটা স্পেসপোর্ট থেকে যাত্রা শুরু করবে চন্দ্রযান-২ মিশনের মহাকাশযান জিএসএলভি এমকে-৩
বুধবার সাংবাদিক বৈঠকে ইসরো-র চেয়ারম্যান ড. কে শিবন জানান, আগামী ১৫ জুলাই যাত্রা শুরু করবে চন্দ্রযান-২। এটি চাঁদের মাটিতে ভারতের দ্বিতীয় ও জটিলতম অভিযান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান ড. শিবন এদিন ঘোষণা করেন, আগামী ১৫ জুলাই ভারতীয় সময় রাত ২টো বেজে ৫১ মিনিটে শ্রীহরিকোটা স্পেসপোর্ট থেকে যাত্রা শুরু করবে চন্দ্রযান-২ মিশনের মহাকাশযান জিএসএলভি এমকে-৩। ইসরো চেয়ারম্যান কে শিবন এদিনের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, “এই অভিযানের শেষ ১৫ মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ। এত জটিল মিশন এর আগে কখনও করেনি ইসরো।” চন্দ্রযান-২ মিশনে তিনটি উপাদান রয়েছে এবং চন্দ্রযান-২ এর সংযুক্ত অংশটি জিএসএলভি এমকে -৩ এর ভিতরে রাখা হয়েছে। চন্দ্রযান-২ সিস্টেমের মোট ভর ৩.৮ টন। এই ৩.৮ টনের মধ্যে প্রায় ১.৩ টন যানটির প্রপেলারের ওজন। আগামী ৬ সেপ্টেম্বর বা ৭ সেপ্টেম্বর, চন্দ্র দিবসের সূচনায়, চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-২। একটি পূর্ণ চন্দ্র দিবসের জন্য ল্যান্ডার ও রোভার বৈজ্ঞানিক গবেষণা চালাবে। এই অভিযানের খরচ পড়েছে ৬০৩ কোটি টাকা। এছাড়া লঞ্চিং-এর জন্য খরচ হবে আরও ৩৭৫ কোটি টাকা। ৫০০টি বিশ্ববিদ্যালয় এবং ১২০টি শিল্পক্ষেত্র থেকে আর্থিক সাহায্য এসেছে বলে জানিয়েছেন কে শিবন। চাঁদের পথে পাড়ি দিতে চলা মহাকাশযানটির ওজন ৩.৮ টন। ১৬ দিন ধরে যাত্রা করবে চন্দ্রযান-২।