১৫ জুলাই রওনা হচ্ছে চন্দ্রযান-২, চাঁদে পা ছোঁয়াবে সেপ্টেম্বরে

< 1 - মিনিট |

১৫ জুলাই ভারতীয় সময় অনুযায়ী ভোররাত ২.৫১ মিনিটে মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান-২| লক্ষ্য-৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার দূরে থাকা চাঁদ| সবকিছু ঠিকঠাক থাকলে চন্দ্রযান-২ চাঁদের মাটি ছোঁবে সেপ্টেম্বরের ৬ অথবা ৭ তারিখ

কে আর সি টাইমস ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার অবসান| ১৫ জুলাই ভোররাত ২.৫১ মিনিট নাগাদ মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান-২| সম্ভবত ৬ অথবা ৭ সেপ্টেম্বর চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-২| মহাকাশে দিগনির্ণয়ের জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তার খরচ-সহ চন্দ্রযান-২ প্রকল্পের বাজেট ৬০৩ কোটি টাকা| উৎক্ষেপণের জন্য অতিরিক্ত খরচ ৩৭৫ কোটি টাকা| ভারতের মহাকাশ অভিযানের ক্ষেত্রে প্রথম বড় সাফল্য চন্দ্রযান-১| সেই অভিযানের সাফল্যই দ্বিতীয় চন্দ্রাভিযান বা চন্দ্রযান-২ প্রকল্পকে উৎসাহিত করেছে| পরে মঙ্গল অভিযানের সাফল্য সেই প্রকল্পকে তরান্বিত করে| 

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ জুলাই ভারতীয় সময় অনুযায়ী ভোররাত ২.৫১ মিনিটে মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান-২| লক্ষ্য-৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার দূরে থাকা চাঁদ| সবকিছু ঠিকঠাক থাকলে চন্দ্রযান-২ চাঁদের মাটি ছোঁবে সেপ্টেম্বরের ৬ অথবা ৭ তারিখ| চন্দ্রযান-২-এর সঙ্গে বিক্রম ল্যান্ডার| চাঁদের কক্ষপথে গিয়ে চন্দ্রযান-২ ছুড়ে দেবে বিক্রমকে| চন্দ্রযান-২ থেকে পৃথক হয়ে ল্যান্ডার বিক্রম নেমে পড়বে চাঁদের পিঠে| দক্ষিণ মেরুর কাছাকাছি| জল ও খনিজ পদার্থের সন্ধান করবে বিক্রম| বিক্রমের ভিতরে থাকবে ‘প্রজ্ঞান’ নামে রোভার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news