১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন, ১৭ নভেম্বর সর্বদলীয় বৈঠকের ডাক ওম বিড়লার

< 1 - মিনিট |

বড়দিনের আগেই শেষ হয়ে যাবে সংসদের শীতকালীন অধিবেশন

কে আর সি টাইমস ডেস্ক

মাত্র চার সপ্তাহের সংসদের শীতকালীন অধিবেশন। এবার বড়দিনের আগেই শেষ হয়ে যাবে সংসদের শীতকালীন অধিবেশন। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে আগামী ১৮ নভেম্বর। শেষ হবে ১৩ ডিসেম্বর। সবমিলিয়ে মাত্র ২৫ দিনের জন্য সংসদের শীতকালীন অধিবেশন বসবে। কাজের দিন ২০। আগামী ১৮ নভেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে, ১৭ নভেম্বর (রবিবার) সর্বদলীয় বৈঠক ডাকলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সর্বদলীয় বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।  শীতকালীন অধিবেশনের এবার মেয়াদ কমিয়েছে সরকার| শীতকালীন অধিবেশনে জম্মু ও কাশ্মীর এবং অর্থনৈতিক সঙ্কট নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে কোণঠাসা করতে মুখিয়ে রয়েছে বিরোধী সব রাজনৈতিক দলই। তার মধ্যেই এবারের শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল, কর্পোরেট করে ছাড় দেওয়া এবং ই-সিগারেট নিষিদ্ধকরণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ করানোয় জোর দেবে কেন্দ্র।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news