অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে মঙ্গলবার ভোররাতে বিমানে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয় হার্ট।
ইচ্ছে এবং উদ্যোগ থাকলে, অসম্ভব কোনও কিছুই নয়। আবারও তা প্রমাণিত হল। দিল্লির ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ভীষণ দরকার ছিল তরতাজা একটা হার্ট। পাওয়াও গেল, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়। কিন্তু আনা হবে কী করে? অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে মঙ্গলবার ভোররাতে বিমানে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয় হার্ট। এরপর সহায় হয় দিল্লি পুলিশ। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির ওখলার ফর্টিস হাসপাতাল পর্যন্ত গ্রিন করিডর তৈরি করা হয়। হার্ট উঠল অ্যাম্বুলেন্সে, সামনে দু’টো পাইলট কার আর মোটরবাইক। ততক্ষণে ফোন চলে যায় মোড়ে মোড়ে ট্রাফিক সার্জেন্টদের কাছে। তাঁরা সব সিগন্যাল সবুজ করালেন, দাঁড়িয়ে থেকে নিশ্চিত করলেন অ্যাম্বুলেন্সের অবাধ-গতি। দ্রুত বেগে ছুটে ১৯.৫ মিনিটে ২২.৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে গন্তব্যে পৌঁছয় অ্যাম্বুলেন্স।