ভূগোলের ভাষায় সেটি ‘উইন্টার সলিস্টিস’ অর্থাৎ, শীতের প্রথম দিন। ল্যাটিন ‘সলস্টিটিয়াম’ থেকে এসেছে ‘সলিস্টিস’ কথাটি। সল মানে সূর্য, আর ‘স্টিটিয়াম’ মানে স্থির
ভুগোলের নিরিখে ২০ জুন ‘অয়নান্ত’। অর্থাৎ, যে দিন সূর্য নিরক্ষরেখা থেকে সবচেয়ে দূরে থাকে। দিনটা স্মরণ করিয়ে দিল ২০ জুনের গুগল ডুডল। উত্তর গোলার্ধে যেমন এদিন দীর্ঘতম দিন, বিশ্বের দক্ষিণ গোলার্ধে তেমনই সবচেয়ে ছোট দিন। ভূগোলের ভাষায় সেটি ‘উইন্টার সলিস্টিস’ অর্থাৎ, শীতের প্রথম দিন। ল্যাটিন ‘সলস্টিটিয়াম’ থেকে এসেছে ‘সলিস্টিস’ কথাটি। সল মানে সূর্য, আর ‘স্টিটিয়াম’ মানে স্থির। এই দিন সূর্য স্থির হয়ে থাকে— এ রকম ধারণা থেকেই কথাটির উৎপত্তি।
এর পর উত্তর গোলার্ধে ধীরে ধীরে দিন ছোট হতে শুরু করবে। ২৩ সেপ্টেম্বর সমান হয়ে যাবে দিন আর রাতের সময়। ভুগোলের ভাষায় এটাকে বলে ‘ইকুইনক্স’। এর পর ফের দিন ছোট হতে হতে ২২ ডিসেম্বর হবে সবচেে ছোট দিন। ভারত যে উত্তর গোলার্ধের অন্তর্গত, এটা তো প্রায় সবারই জানা।