গত ১৫ জুলাই ভোররাতে উৎক্ষেপণের আগে প্রযুক্তিগত যে ত্রুটি ছিল, তা পুরোপুরি মিটে গিয়েছে
আগামী ২২ জুলাই, দুপুর ২.৪৩ মিনিট নাগাদ চন্দ্রযান-২-এর উৎক্ষেপণ হবে| অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-২| বৃহস্পতিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র পক্ষ থেকে এমনই জানানো হয়েছে| ইসরো সূত্রের খবর, গত ১৫ জুলাই ভোররাতে উৎক্ষেপণের আগে প্রযুক্তিগত যে ত্রুটি ছিল, তা পুরোপুরি মিটে গিয়েছে| বৃহস্পতিবার সকালে ইসরো-র পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, গত ১৫ জুলাই প্রযুক্তিগত ত্রুটির কারণে স্থগিত রাখা হয়েছিল চন্দ্রযান-২ অভিযান| এবার চন্দ্রযান-২-এর উৎক্ষেপণ হবে আগামী ২২ জুলাই দুপুর ২.৪৩ মিনিটে|
চাঁদের পিঠের বালিকণায় কোন কোন মৌল ও খনিজ পদার্থ মিশে রয়েছে, আর তা কী পরিমাণে রয়েছে, তা জানতেই চন্দ্রযান-২ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরো| চন্দ্রযান-২ মিশন সফল হলে চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা ছোঁয়ার ইতিহাস গড়বে ভারত| এর আগে গত ১৫ জুলাই, ভোররাত ২.৫১ মিনিট নাগাদ মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল ‘বাহুবলী’-র| কিন্তু, উৎক্ষেপণের ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে| এরপরই উৎক্ষেপণ স্থগিত রাখা হয়|