রাজ্যে আসছে উইপ্রো । ৫০ একর জমি দেওয়া হয়েছে তাদের। ১০০ একর জমিতে ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে সিলিকনভ্যালি
বৃহস্পতিবার ১০ হাজার যুবক যুবতীর কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার নজরুল মঞ্চে ‘সবুজ বাঁচাও সবুজ জাগাও, সবুজের মাঝে পরিবেশ বাঁচাও’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে আসছে উইপ্রো । ১০ হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে । একইসঙ্গে বাংলার তাঁতিদের নিয়ে জনকল্যাণে কাজ করতে আসছে মাইক্রোসফট ।
এদিন নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’আপনাদের একটা সুখবর দিই । রাজ্যে আসছে উইপ্রো । ৫০ একর জমি দেওয়া হয়েছে তাদের । ১০ হাজার যুবক-যুবতী কাজ পাবে । ১০০ একর জমিতে ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে সিলিকনভ্যালি । সব জমিই ইতিমধ্যে নিয়েছে সংস্থাগুললো । এর মধ্যে উইপ্রোই নিয়েছে ৫০ একর । আরও একশো একর বাড়াচ্ছি সিলিকনভ্যালি’।
উইপ্রোর সঙ্গে রাজ্যে আসছে মাইক্রোসফট । মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, মাইক্রোসফটও আসছে । রাজ্যে ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করবে তারা । প্রজেক্ট সঙ্গম ও প্রজেক্ট ই-ওয়েব মূলত জনকল্যাণমূলক । ৬ লক্ষ তাঁতিকে সংযুক্ত করবে তারা । ২৫ শতাংশ আয় বাড়বে তাঁদের। নদিয়ায় থেকে কাজ শুরু করবে মাইক্রোসফট ।