শিলিগুড়ির জংশনে আগুনে ভস্মীভূত ১৪টি দোকান

< 1 - মিনিট |

সোমবার ভোর ৩টে ৩০মিনিট নাগাদ জংশন এলাকার তেনজিং নরগে বাসস্ট্যান্ডের কাছে থাকা একাধিক দোকানে আগুন লাগে। দেখতে তা ছড়িয়ে পড়ে। আগুন লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় দমকলে

কে আর সি টাইমস ডেস্ক

শিলিগুড়ির জংশন এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১৪টি দোকান। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দু’ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল। এই অগ্নিকাণ্ডের জেরে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সোমবার ভোর ৩টে ৩০মিনিট নাগাদ জংশন এলাকার তেনজিং নরগে বাসস্ট্যান্ডের কাছে থাকা একাধিক দোকানে আগুন লাগে। দেখতে তা ছড়িয়ে পড়ে। আগুন লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় দমকলে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। শুরু হয় আগুন নেভানোর কাজ। প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল। কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। এই অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল বলে মনে করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি দোকানগুলির মধ্যে একটি খাবারের হোটেল ছিল, তার থেকেই এই আগুন লাগে এবং তা অন্যান্য দোকানগুলিতে ছড়িয়ে যায়। পাশে পেট্রোল পাম্প থাকায় আতঙ্ক আরও বেশি ছড়িয়ে পড়ে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news