রবিবার রাত থেকেই দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়েছে। গৃহবন্দি রয়েছেন প্রাক্তন বিধায়ক সাজ্জাদ লোনও
উপত্যকার বর্তমান পরিস্থিতি ক্রমশই অগ্নিগর্ভ হয়ে পড়েছে । কিছু দিন আগে আচমকাই বন্ধ করে দেওয়া হয় অমরনাথ যাত্রা, পুণ্যার্থীদের পাশাপাশি কাশ্মীর উপত্যকা ছাড়তে অনুরোধ করা হয় পর্যটকদেরও। এরইমধ্যে কাশ্মীরে বাড়ানো হয়েছিল আধাসেনার বহর। উদ্বেগ-উৎকন্ঠার মধ্যেই অনির্দিষ্ট কালের জন্য জম্মু ও কাশ্মীরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
রবিবার মধ্যরাত থেকেই জম্মু ও কাশ্মীরে জারি করা হয়েছে ১৪৪ (১৪৪ সিআরপিসি) ধারা। জম্মু ও কাশ্মীরের সর্বত্র ১৪৪ ধারা জারি করা হলেও, শুধুমাত্র লাদাখ রিজিওনে ১৪৪ সিআরপিসি ধারা জারি করা হয়নি। রবিবার মধ্যরাত থেকেই জম্মু ও শ্রীনগর-সহ জম্মু ও কাশ্মীরে সর্বত্রই টহল দিচ্ছে আধাসেনা। বন্ধ রাখা হয়েছে বিভিন্ন এলাকার ইন্টারনেট পরিষেবা।
রবিবার রাত থেকেই দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়েছে। গৃহবন্দি করা হয়েছে প্রাক্তন বিধায়ক সাজ্জাদ লোন-কেও। গ্রেফতার সিপিএম নেতা ইউসুফ তারিগামি এবং কংগ্রেস নেতা উসমান মজিদ। এর পর কী হবে, এই উদ্বেগেই এখন থমথমে পরিস্থিতি উপত্যকায়।