এ বছর অর্থাৎ ২০১৯ র ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’-র মূল থিম হিসেবে উঠে এসেছে ‘জীবন এবং জীবিকার তাগিদেই শিক্ষা’
এ বছর অর্থাৎ ২০১৯ র ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’-র মূল থিম হিসেবে উঠে এসেছে ‘জীবন এবং জীবিকার তাগিদেই শিক্ষা’ । বর্তমান পরিস্থিতিতে এটা অনুমান করা একেবারেই ভুল হবে না যে, আমাদের দেশের প্রাপ্তবয়স্কদের তুলনায় তিনগুণ সংখ্যক যুবা রয়েছে বেকারত্বের অধীনে। এই ধরনের সমস্যার কারণ হিসেবে উঠে এসেছে যুবা সম্প্রদায়ের বেশিরভাগই জড়িত পার্ট টাইম এবং চুক্তি ভিত্তিক কাজের সঙ্গে। এই সমস্যাকে প্রাধান্য দিয়ে ইউনাইটেড নেশন গত ২০১৪ সালের ১৫ জুলাই দিনটিকে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ নামে অভিহিত করেছে। ২০১৫ সালেও এই দিনটি যুব সম্প্রদায়ের কাজের সুযোগ বাড়ানোর উদ্দেশ্যেই উদযাপন করা হয়। ২০৩০-র সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যেই এই থিম। যুব সম্প্রদায়ের বিকাশের মধ্যেই অন্তর্নিহিত রয়েছে দেশের আর্থ- সামাজিক বিকাশের বীজ। আমাদের দেশের যুব সম্প্রদায়ের মেরুদণ্ডে কুঠারাঘাত করছে বেকারত্ব। সেই সঙ্গে রয়েছে যথাযথ পারিশ্রমিকের অভাব।
ইউনেসকো ও ইউনিভক নেটওয়ার্ক ২০১৯ সালের এই দিনটিকে যৌথভাবে বিশ্বব্যাপী উদযাপনের জন্য মিলিত হয়েছে। তাদের লক্ষ্য যুবাদের মধ্যে দক্ষতা বৃদ্ধির সচেতনতা গড়ে তোলা।
এই বছর ‘বিশ্ব যুব দক্ষতা দিবসের মূল থিম হল, ‘জীবন এবং জীবিকার তাগিদেই শিক্ষা’। টিকটক এবং ন্যাশনাল স্কিল ডেভলপমেন্ট কর্পোরেশন এই বিশেষ দিনটি উপলক্ষে ‘স্কিলস4অল’ নামে একটি অ্যাপ নিয়ে প্রচার শুরু করেছে।