উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী।তবে লড়াই চলাকালীন গুরুতর আহত হয়েছেন একজন সৈনিক
কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। তবে, সুরক্ষা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই চলাকালীন গুরুতর আহত হয়েছেন একজন সৈনিক। আহত অবস্থায় ওই সেনা জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সেনা জওয়ানেরও নাম এখনও পর্যন্ত জানা যায়নি।
জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, সোপোরের মালমাপানপোরা এলাকার একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে আছে গোপন সূত্রে এই খবর পেয়ে শনিবার ভোরে গোটা এলাকা ঘিরে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলি বিনিময়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার দুপুর পর্যন্ত দু’জন জঙ্গি নিকেশ হয়েছে। ওই বাড়িতে সম্ভবত আরও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। গুলির লড়াই চলাকালীন আহত হয়েছেন একজন সৈনিক। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের পালিয়ে যাওয়া ঠেকাতে সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।