২০অগাস্ট ইসরোর অনলাইন কুইজের শেষদিন

< 1 - মিনিট |

এই কুইজ সম্পর্কিত খুঁটিনাটি তথ্য জানতে লগ ইন করুন ভারত সরকারের ওয়েবসাইট https://quiz.mygov.in.

কে আর সি টাইমস ডেস্ক

চন্দ্রযান – ২এর সফল উৎক্ষেপণের পর দেশের মহাকাশ বিজ্ঞানের প্রসার বাড়াতে ইসরোর নতুন প্রচেষ্টা অনলাইন কুইজের। ১০অগাস্ট থেকে আগামী ২০অগাস্ট অবধি চলবে এই প্রতিযোগিতা। ইসরো বর্তমানে ভারত সরকারের সহযোগিতায় এই অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।

 এই প্রতিযোগিতায় অষ্টম থেকে দশম শ্রেণীর যে কোনও পড়ুয়াই MyGov.in ওয়েবসাইটে গিয়ে নিজের নামের আইডি খুলে সেখান থেকে অনায়াসেই অনলাইন কুইজে অংশগ্রহণ করতে পারবে। কুইজের নির্ধারিত সময় ১০ মিনিট।এই ১০ মিনিটের মধ্যেই প্রতিযোগিকে ২০টি প্রশ্নের উত্তর দিতে হবে।প্রত্যেক অংশগ্রহণকারীদেরই ইসরোর পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হবে। তবে এর জন্য ওয়েবসাইট লগ-ইন করলেই দেখা যাবে download certificate নামের এক কলাম। সেখান থেকে অতিসহজেই যে কোনও প্রতিযোগী ডাউনলোড করতে পারবে। 

  প্রতি ইচ্ছুক প্রতিযোগী তাদের মহাকাশ বিজ্ঞান মূলক জ্ঞানকে বৃহত্তর মঞ্চে প্রতিস্থাপিত করার সুযোগ পাবে।  শুধু তাই নয় প্রতিটি রাজ্যের দুজন সর্বোচ্চ নম্বর প্রাপ্ত অংশগ্রহণকারী ৭ই সেপটেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইসরোতে বসে চন্দ্রায়ণ -২ র চাঁদের দক্ষিণভাগে সফল অবতরণ দেখার মধ্যে দিয়ে এই ঐতিহাসিক সাফল্যের উচ্ছবাসে উচ্ছসিত হওয়ার সুযোগ পাবে।

২০অগাস্ট এই অনলাইন কুইজে অংশগ্রহণ করার শেষদিন।যাতে করে বেশিরভাগ ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই জন্য গভর্নমেন্টের তরফ থেকেও প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের অনুরোধ ও করা হয়েছে। 

 ইসরোর মূল লক্ষ্য কুইজের মধ্য দিয়ে কচিকাচাদের মধ্যেই মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত জ্ঞান ও সচেতনতার বহিঃপ্রকাশ ঘটানো।যাতে আরও বেশি সংখ্যায় ছাত্রছাত্রীরা এগিয়ে আসে মহাকাশমূলক গবেষনায় তা সুনিশ্চিত করা। এই কুইজ সম্পর্কিত খুঁটিনাটি তথ্য জানতে লগ ইন করুন ভারত সরকারের ওয়েবসাইট https://quiz.mygov.in.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news