জম্মু, রেসাই, সাম্বা, কাঠুয়া এবং উধমপুর জেলায় শনিবার সকাল থেকেই চালু হল ২জি ইন্টারনেট পরিষেবা
শনিবার থেকেই অনেকটা স্বাভাবিক ছন্দে জম্মু-কাশ্মীর। টেলিফোন ও মোবাইল পরিষেবার ওপর কড়াকড়ি শিথিল করা হয়েছে অনেকটাই। এদিন সকাল থেকেই জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় চালু হল ২জি ইন্টারনেট পরিষেবা। চালু কাশ্মীরের ১৭টি টেলিফোন এক্সচেঞ্জও।
জম্মু, রেসাই, সাম্বা, কাঠুয়া এবং উধমপুর জেলায় শনিবার সকাল থেকেই চালু হল ২জি ইন্টারনেট পরিষেবা । প্রায় ১০০টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে আপাতত এই ১৭টি চালু করা হলেও শিগগিরই সবগুলিই চালু করে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
নাগরিকদের বসবাসের এলাকা, ক্যান্টনমেন্ট এলাকা এবং শ্রীনগর এয়ারপোর্টের টেলিফোন এক্সচেঞ্জ প্রথম দফায় চালু করা হল। মধ্য কাশ্মীরের বুদগাম, সোনমার্গ, মনিগামে চালু হয়েছে ল্যান্ডলাইন। উত্তর কাশ্মীরের গুরেজ, টেংমার্গ. উরি কেরান কারনা এবং তাংধার এলাকায় চলছে টেলিফোন এক্সচেঞ্জ। দক্ষিণ কাশ্মীরের কাজিগুন্দ এবং পহেলগাঁওয়ে টেলিফোন এক্সচেঞ্জ স্বাভাবিক করা হয়েছে।