দুর্ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায়, ফরিদপুর-বরিশাল সড়কে
দক্ষিণ-মধ্য বাংলাদেশের ফরিদপুর জেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। মঙ্গলবার সকালের ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। মঙ্গলবার সকাল আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায়, ফরিদপুর-বরিশাল সড়কে। দুর্ঘটনায় নিহত ৩ জনের মধ্যে একজনের নাম হল-সিরাজ। তিনি বাসের চালক। বাকি দু’জনের নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী চন্দ্রা পরিবহণের একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। কমবেশি আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।