তল্লাশি চালিয়ে মিলেছে ১ কিলো ওজনের ৩০ টি প্যাকেট ভর্তি আফিম
জলপাইগুড়ি শহর সংলগ্ন জাতীয় সড়কে পুলিশের অভিযানে উদ্ধার হল ৩০ কেজি আফিম। ঘটনায় গ্রেফতার হয়েছে দুই ব্যক্তি। মণিপুর থেকে রাজস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল এই আফিম। জানা গিয়েছে, একটি ছোটো গাড়িকে পিছু ধাওয়া করে আটকের পর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আফিম। রবিবার বিকালে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহর লাগোয়া ৩১ নং জাতীয় সড়কে অভিযানে নামে কোতোয়ালি থানার পুলিশ। সন্দেহভাজন একটি দিল্লির নম্বরের গাড়ির পিছু নেয় পুলিশ। গাড়িটিকে পাহাড়পুর এলাকায় আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় এই আফিম।
জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানান, ‘গোপন সূত্রে খবর পাওয়ার পর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১ কিলো ওজনের ৩০ টি প্যাকেট ভর্তি আফিম। ঘটনায় গ্রেফতার হয়েছে দুইজন। দুইজনেরই বাড়িই রাজস্থানে। ধৃতদের নাম রামা কিশন এবং সুভাষ বিশ্নোই।’