অসম বনধ ২০, দিল্লিতে ধরনা ৩০শে
প্রায় ৫৮ হাজার কোচ-রাজবংশীর নাম বাদ পড়েছে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে। তাই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং এনআরসি-ছুটদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে আগামী ২০ সেপ্টেম্বর ফের ১২ ঘণ্টার অসম বনধ-এর ডাক দিয়েছে সারা অসম কোচ-রাজবংশী ছাত্ৰ সংস্থা সংক্ষেপে আক্ৰাসু। তাছাড়া একই দাবিতে আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লিতে তাঁরা অবস্থান ধরনায় বসবেন বলে জানানো হয়েছে।
আক্রাসু-র জনৈক পদাধিকারী রবিবার তাঁদের ধারা আন্দোলনের খবর দিয়ে জানান, গতকাল তাঁরা এক বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, এনআরসি-ছুট কোচ-রাজবংশীরা নিজেদের ভারতীয় বলে প্রমাণ করতে ফরেনার্স ট্রাইবুনালে যাবেন না। তাঁরা এ-দেশের আদি বাসিন্দা। তাই তাঁদের নাম তুলতেই হবে। এছাড়া একই দাবিতে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আগামী ৩০ সেপ্টেম্বর আক্রাসু-র কর্মী-সদস্যরা দিল্লিতে অবস্থান ধরনা কর্মসূচি পালন করবেন। তিনি জানান, এর পরও সরকার যদি এ-ব্যাপারে ইতিবাচক কোনও পদক্ষেপ গ্ৰহণ না করে তা-হলে আগামীদিনে তাঁরা জঙ্গি আন্দোলনের পথে পা বাড়াবেন।
প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর ১২ ঘণ্টার অসম বনধ-এর ডাক দিয়েছিল কোচ-রাজবংশী সম্মিলনী। সেদিনের বনধ-কে সমর্থন করেছিল আক্রাসু। এদিকে, আন্দোলনের নামে কোনও ‘বনধ’ কর্মসূচির ডাক দেওয়া চলবে না বলে আদলতের নির্দেশকে বার বার উপেক্ষা করা হচ্ছে দেখে সচেতন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।