মহাকাশ গবেষণার জনক সারাভাইয়ের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য গুগল ডুডলের

< 1 - মিনিট |

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাণপুরুষ

কে আর সি টাইমস ডেস্ক

ভারতের মহাকাশ গবেষণার জনক, ড. বিক্রম সারাভাইয়ের শততম জন্মবার্ষিকী । আহমেদাবাদের গুজরাতে ১৯১৯ সালে ১২ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি । সোমবার এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে, গুগল ডুডলে স্থান পায় তাঁর ছবি।

বিক্রম সারাভাই ছিলেন ভারতের প্রথিতযশা একজন বিজ্ঞানী । যিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাণপুরুষ। ১৯৬৬ সালে তিনি পদ্মভূষণ পান।  ১৯৭২ সালে মরণোত্তর পদ্মবিভূষণ খেতাবও অর্জন করেন তিনি। এই অবদানের জন্য তাঁকে ভারতের অন্তরীক্ষ গবেষণার জনক বলা হয়।

১৯৪৭ সালের ১১ নভেম্বর আমদাবাদে সারাভাই গড়ে তোলেন ‘ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি’ (পিআরএল) । এলপর ১৯৬৬ সালে আমদাবাদে কমিউনিটি সায়েন্স সেন্টার প্রতিষ্ঠা করেন যা এখন বিক্রম সারাভাই স্পেস সেন্টার নামে পরিচিত। পরবর্তীকালে অ্যাটোমিক এনার্জি কমিশনের চেয়ারম্যানও হয়েছিলেন তিনি। পিআরএল ছাড়াও আমদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কমিউনিটি সায়েন্স সেন্টার, দর্পণ অ্যাকাডেমি-সহ একাধিক প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তিনি। এরপর ১৯৭১ সালে কেরলের তিরুবনন্তপুরমে ৩০ ডিসেম্বর মাত্র ৫২ বছর বয়সে মৃত্যু হয় তাঁর ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news