হাইলাকান্দিতে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক

< 1 - মিনিট |

সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে এই অঘটনের শিকার হন কৃষ্ণেন্দু দত্ত

কে আর সি টাইমস ডেস্ক

জাতীয় সড়কের ওপরে সংস্থাপিত রেডিয়ামহীন ড্রামে বাইকের ধাক্কা লেগে সংঘটিত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। ঘটনা ঘটেছে সোমবার রাতে হাইলাকান্দির বাউরঘাট এলাকায়। এই পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাইলাকান্দির জেলাশাসক কার্যালয়ের ই-ডিস্ট্রিক বিভাগের ভারপ্রাপ্ত জেলা প্রকল্প পরিচালক (ডিপিএম)   কৃষ্ণেন্দু দত্ত (৩২)। 

ঘটনার রাতে কৃষ্ণেন্দু দত্ত বাইকে চেপে হাইলাকান্দি শহরের বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে বাউয়ারঘাটে জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এ ঘটনায় কৃষ্ণেন্দুর অকালমৃত্যুতে সহকর্মী এবং তাঁর পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে দেড় বছরের শিশুকন্যা, স্ত্রী, বাবা ও মা-সহ অসংখ্য গুনমুগ্ধ রেখে গেছেন কৃষ্ণেন্দু দত্ত।

প্রাপ্ত সূত্রে জানা গেছে, সোমবার এক সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে এই অঘটনের শিকার হন কৃষ্ণেন্দু দত্ত। বাউয়ারঘাটে জাতীয় সড়কের ওপর গাড়ির বেগ কমাতে পুলিশের বসানো ড্রামের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।  ড্রামের মধ্যে রেডিয়াম লাগানো না থাকায় কৃষ্ণেন্দুর বাইক একটি ড্রামে গিয়ে সজোরে ধাক্কা মারে। এতে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্থায় ছিটকে পড়েন তিনি। এতে তাঁর মাথার পেছন দিকে আঘাত লেগে মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ  অজ্ঞান অবস্থায় কৃষ্ণেন্দুকে উদ্ধার করে হাইলাকান্দির সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালে নিয়ে আসে। কিন্তু কিছুক্ষণের মধ্যে হাসপাতালে তাঁর মৃত্যু ঘটেছে।

বাবার চাকরির সুবাদে লালায় থাকতেন কৃষ্ণেন্দুরা। তাই তাঁর মৃত্যুর খবরে লালার পরিচিত মহল শোকস্তব্ধ হয়ে পড়ে। তিনি হাইলাকান্দি শহরের নতুনপাড়ায় এক ভাড়া বাড়ি থাকতেন। ঘটনার সময় বাবা-মা কলকাতার বাড়িতে গিয়েছিলেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে তাঁরা মঙ্গলবার ছুটে এসে ছেলের মরদেহ সমঝে নেন। এর আগে হাসপাতালে গিয়ে সহকর্মীকে শেষ দেখা দেখেছেন জেলাশাসক কার্যালয়ের তাঁর সহকর্মীরা।  এদিকে কৃষ্ণেন্দু দত্তের অকাল প্রয়াণে জেলাশাসসকের কার্যালয়ে সকাল সাড়ে ১১টায় জেলাশাসক কীর্তি জল্লির পৌরোহিত্য এবং কাটলিছড়া সার্কল অফিসে বিকেল দুটোয় সার্কল অফিসার জেমস আইন্ডের পৌরোহিত্য কর্মচারীদের মধ্যে অনুষ্ঠিত পৃথক পৃথক শোকসভায় প্রয়াতের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি তাঁর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news