কিছুক্ষণ পর সেন্ট্রাল থেকে নোয়াপাড়া পর্যন্ত এবং টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলাচল শুরু হয়
ফের বিপত্তি মেট্রোয়। সোমবার দুপুরে রবীন্দ্র সদন স্টেশনে রেললাইনে আগুনের ফুলকি দেখা যায়। তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। জানা গিয়েছে, মেট্রোর কয়েকটি রেক ধোঁয়ায় ভরে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনার পর আপ ও ডাউন লাইনের পরিসেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর সেন্ট্রাল থেকে নোয়াপাড়া পর্যন্ত এবং টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলাচল শুরু হয়। মেরামতির কাজ শুরু হয়েছে স্টেশনে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পরপর এভাবে মেট্রোর বিপত্তিতে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।