তন্ময় আচার্যের মাথায় এবং ঘারে প্রচণ্ড আঘাত লেগেছে। তাঁকে আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে
দুর্গোৎসবকে ঘিরে ত্রিপুরায় বিদেশি মদের বেআইনি মজুত বাড়ছে। ফলে শুক্রবার আবগারি দফতরের অভিযানে প্রচুর বিদেশি মদ উদ্ধার হয়েছে। এদিকে, মদ পাচারে ব্যবহৃত গাড়ির চালক এবং সহ-চালক আবগারি দফতরের কর্মীকে আক্রমণ করে পালিয়ে যায়।
গতকাল সকালে আবগারি দফতরের সিনিয়র ইন্সপেক্টর সনৎ দেওয়ানের নেতৃত্বে বিভাগীয় কর্মীরা বেআইনি বিদেশি মদ উদ্ধার অভিযানে নামেন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগরতলা-মোহনপুর রাস্তায় তিনটি স্থানে ওত পেতে বসেন তাঁরা। তবে, গুর্খাবস্তি নেহরু পার্ক সংলগ্ন ট্রাফিক পয়েন্টের সামনে মদ বোঝাই ট্রাক আটক করতে সক্ষম হন তাঁরা।
আবগারি দফতরের সিনিয়র ইন্সপেক্টর সনৎ দেওয়ান বলেন, টিআর ০১ ওয়াই ১৬৮২ নম্বরের ট্রাক থেকে ৪৭ কার্টুন বিদেশি মদ, ৩৪ কার্টুন ক্যান বিয়ার এবং ১৫ কার্টুন বিয়ার উদ্ধার হয়েছে।
তবে, ওই ট্রাকের চালক এবং সহ-চালক পালতে সক্ষম হয়েছে। তিনি জানান, ট্রাক আটক করার পর চালক এবং সহ-চালক পালানোর চেষ্টা করেছিল। তাদের আটক করতে গিয়ে আবগারি কর্মী তন্ময় আচার্য আক্রান্ত হয়েছেন। ওই দুজন তাঁকে রড দিয়ে প্রহার করে পালিয়ে যায়। সনৎবাবু জানান, তন্ময় আচার্যের মাথায় এবং ঘারে প্রচণ্ড আঘাত লেগেছে। তাঁকে আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, পুজোর আগে এ-ধরনের অভিযান জারি থাকবে। তবে, গুর্খাবস্তি নেহরু পার্ক সংলগ্ন ট্রাফিক পয়েন্টের সামনে মদ বোঝাই ট্রাক আটক করতে সক্ষম হন তাঁরা।
আবগারি দফতরের সিনিয়র ইন্সপেক্টর সনৎ দেওয়ান বলেন, টিআর ০১ ওয়াই ১৬৮২ নম্বরের ট্রাক থেকে ৪৭ কার্টুন বিদেশি মদ, ৩৪ কার্টুন ক্যান বিয়ার এবং ১৫ কার্টুন বিয়ার উদ্ধার হয়েছে। তবে, ওই ট্রাকের চালক এবং সহ-চালক পালতে সক্ষম হয়েছে। তিনি জানান, ট্রাক আটক করার পর চালক এবং সহ-চালক পালানোর চেষ্টা করেছিল।
তাদের আটক করতে গিয়ে আবগারি কর্মী তন্ময় আচার্য আক্রান্ত হয়েছেন। ওই দুজন তাঁকে রড দিয়ে প্রহার করে পালিয়ে যায়। সনৎবাবু জানান, তন্ময় আচার্যের মাথায় এবং ঘারে প্রচণ্ড আঘাত লেগেছে। তাঁকে আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, পুজোর আগে এ-ধরনের অভিযান জারি থাকবে।