কার্গিল যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলেও প্রস্তুত বায়ুসেনা

< 1 - মিনিট |

দিল্লিতে কার্গিল যুদ্ধের ২০ বছর পূর্তি এক অনুষ্ঠানে বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া বলেছেন, ‘অন্যান্য ভাল সামরিক প্রধানের মতোই শেষ যুদ্ধ লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। কার্গিলের মতো পরিস্থিতি তৈরি হলে পাল্টা জবাব দিতে প্রস্তুত আমরা’

কে আর সি টাইমস ডেস্ক

 কার্গিল যুদ্ধের মতো পরিস্থিতি ফের দেখা দিলে পাল্টা জবাব দিতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা। মঙ্গলবার এমনই দাবি করেছেন বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া। 
এদিন রাজধানী দিল্লিতে কার্গিল যুদ্ধের ২০ বছর পূর্তি এক অনুষ্ঠানে বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া বলেছেন, অন্যান্য ভাল সামরিক প্রধানের মতোই শেষ যুদ্ধ লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। কার্গিলের মতো পরিস্থিতি তৈরি হলে পাল্টা জবাব দিতে প্রস্তুত আমরা। যে কোনও আবহাওয়া হামলা চালাতে সক্ষম বায়ুসেনা। মেঘলা আকাশ থাকলেও লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে সক্ষম আমরা। বালাকোট এয়ারস্ট্রাইকের সময়ও নির্দিষ্ট দূরত্ব থেকে লক্ষ্যবস্তুর উপর আঘাত হানা হয়েছিল। উল্লেখ করা যেতে পারে ১৯৯৯ সালে কার্গিল-দ্রাস সেক্টর পাকিস্তানি সেনা দখল করে নেয়। পাল্টা যোগ্য জবাব দেয় ভারত। শুরু হয় দুই তরফে তুমুল গুলির লড়াই। প্রায় ৫০দিন পর্যন্ত এই যুদ্ধ চলে। যুদ্ধে জয়লাভ করে ভারত। এই যুদ্ধে ভারতীয় বায়ুসেনা উল্লেখজনক ভূমিকা পালন করেছিল। মিরাজ ২০০০ যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল পাকিস্তানি ছাউনিগুলি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *