অমরনাথ যাত্রাপথের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযান চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র, গুলিগোলা এবং বিস্ফোরক উদ্ধার করেছে। সেই সঙ্গে জানা গিয়েছে একাধিক সক্রিয় সন্ত্রাসবাদীর পরিচয়
পবিত্র অমরনাথ তীর্থযাত্রাপথে যাত্রীদের নিশানা করে জম্মু ও কাশ্মীরে আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিল পাকিস্তান। শ্রীনগরে শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন চিনার কর্পস কমান্ডার কে জে এস ধিলন। সন্ত্রাসী আক্রমণের পরিকল্পনার সূত্র পেয়ে এবং খারাপ আবহাওয়ার জন্য আগামী ৪ আগস্ট পর্যন্ত স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। এখনও পর্যন্ত রওনা হওয়া যাত্রীদের যত শীঘ্র সম্ভব জম্মুতে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে।
এদিনের সাংবাদিক বৈঠকে কমান্ডার ধিলন জানিয়েছেন, গত কয়েকদিনের তল্লাশি অভিযানে কাশ্মীরে পাকিস্তানের মদতে সন্ত্রাসী আয়োজনের বেশ কিছু প্রমাণ পাওয়া গিয়েছে। বৈঠকে তিনি পাকিস্তানের স্ট্যাম্পযুক্ত একটি ল্যান্ডমাইনও দেখান। সন্ত্রাসবাদীদের গোপন ঘাঁটিতে তল্লাশি চালিয়ে পাকিস্তানে তৈরি ওই ল্যান্ডমাইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, অমরনাথ যাত্রাপথের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযান চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র, গুলিগোলা এবং বিস্ফোরক উদ্ধার করেছে। সেই সঙ্গে জানা গিয়েছে একাধিক সক্রিয় সন্ত্রাসবাদীর পরিচয়। চিনার কর্পস কমান্ডার কে জে এস ধিলন বলেছেন, ‘অমরনাথ যাত্রাপথে সেনাবাহিনী একটি বিশাল পরিমাণ সন্ত্রাসী আয়োজনের সন্ধান পেয়েছে যার মধ্যে একটি মার্কিন এম-২৪ স্নাইপার রাইফেল এবং পাকিস্তান অর্ডিন্যান্স কারখানায় তৈরি একটি ল্যান্ডমাইন রয়েছে।’