জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর বান্ন টোল প্লাজা এবং সংলগ্ন এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে ৩ সন্ত্রাসবাদী
কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস-দমন অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর অবস্থিত নাগরোটার বান্ন টোল প্লাজা এবং সংলগ্ন এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে ৩ জন সন্ত্রাসবাদী। জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন একজন পুলিশ কর্মী। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকালে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর অবস্থিত নাগরোটার বান্ন টোল প্লাজায় শ্রীনগরগামী একটি ট্রাককে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ কর্মীরা। ওই ট্রাকের ভিতরেই লুকিয়ে ছিল ৩-৪ জন সন্ত্রাসবাদী, জিজ্ঞাসাবাদের সময় ট্রাকের ভিতর থেকে পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু সন্ত্রাসবাদীরা। সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হন একজন পুলিশ কর্মী, পাল্টা প্রত্যাঘাতে খতম হয় একজন জঙ্গি।
এরপরই শুরু হয় এনকাউন্টার। বাকি জঙ্গিরা সংলগ্ন জঙ্গলে লুকিয়ে পড়ে, এরপর অভিযান চালিয়ে নিকেশ করা হয় আরও দু’জন জঙ্গিকে। গুলির লড়াই চলাকালীন বান্ন টোল প্লাজার কাছে দু’বার বিস্ফোরণের শব্দও শোনা যায়। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, ‘সন্ত্রাসবাদীদের এই দলটি অতি সম্প্রতি ভারতে অনুপ্রবেশ করেছিল এবং শ্রীনগর যাওয়ার পরিকল্পনা ছিল। মনে করা হচ্ছে কাঠুয়া, হীরানগর সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল সন্ত্রাসবাদীদের দলটি। তদন্ত শুরু হয়েছে।’
জম্মুর আইজি মুকেশ সিং জানিয়েছেন, ‘সকাল পাঁচটা নাগাদ চেকিংয়ের জন্য একটি ট্রাক দাঁড় করানো হয়। ওই ট্রাকেই সন্ত্রাসবাদীরা লুকিয়ে ছিল। গুলি চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়। প্রথমেই একটি জঙ্গিকে নিরস্ত্র করা হয়। পরে সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে আরও দু’জন সমাত্রাসবাদী।’ আপাতত বন্ধ রাখা হয়েছে ভূস্বর্গের সঙ্গে গোটা দেশের মধ্যে সংযোগকারী শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক।