নিয়ম অনুযায়ী এলাকার ৬-৮ মাস বয়সের শিশুদের একটি কেন্দ্র নিয়ে অন্নপ্রশন দিবস পালন করতে হবে
শিশুদের মাতৃদুগ্ধ ছাড়ার পর পরিপুরক খাদ্য খাওয়া শুরুর সময় নানান অসুখ হয়। ওজনও কমতে থাকে শিশুদের। এই সব সমস্যা দূর করে মাতৃদুগ্ধ পরিত্যাগের পর নবজাতকদের পরিপুরক খাদ্য ব্যাবহার হাতে কলমে শেখাতে অঙ্গনওয়াড়ী কেন্দ্রই শিশুদের অন্নপ্রাসন করল কর্মীরা। বুধবার পূর্ব বর্ধমানের কাঁকসার গোপালপুরে এরকমই এক অভিনব উদ্যোগ নিল সেখানের অঙ্গনওয়াড়ী কর্মীরা।
ব্লক নারী ও শিশুকল্যান দফতর সুত্রের খবর, রাজ্য সরকারের একটি নতুন উদ্যোগ। প্রত্যেক মাসে ব্লকে বিভিন্ন অঙ্গনওয়াড়ী কেন্দ্রে অন্নপ্রাসন দিবস পালন করতে হবে। কাঁকসা সিডিপিও সুদীপ সরকার জানান, ” অন্নপ্রাশনের সময় থেকে বেশীরভাগ ক্ষেত্রে পরিপুরক খাবার শিশুদের সঠিক ব্যাবহার না করার ফলে অসুখ হয়, ওজন কমে যায় শিশুদের। তাই পরিপুরক খাদ্য মা’য়েদের সঠিক ব্যাবহার হাতে কলমে শেখাতে অন্নপ্রাশন দিবস পালন।” তিনি আরও বলেন,” নিয়ম অনুযায়ী এলাকার ৬-৮ মাস বয়সের শিশুদের একটি কেন্দ্র নিয়ে অন্নপ্রাশন দিবস পালন করতে হবে। এদিন ৮ জন শিশুর অন্নপ্রাশন করানো হয়।” তারজন্য অঙ্গনওয়াড়ীকর্মীরা ভাত ডাল সবজির যেমন আয়োজন করেছিল। তেমনই পায়েসের ব্যাবস্থা ছিল। এধরনের আয়োজনে খুশী শিশুদের মা’য়েরা।