চিকিৎসকরা উপ-রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন অর্থমন্ত্রী। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল
গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা অরুণ জেটলি। শুক্রবার সকালে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হলে দিল্লির এইমস-এ ভর্তি করা হয় বিজেপির এই শীর্ষ নেতাকে। সেখানে কার্ডিও-নিউরো বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। এইমস-এ চিকিৎসাধীন প্রাক্তন অর্থমন্ত্রীকে দেখতে শুক্রবার রাতেই হাসপাতালে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । প্রাক্তন অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার সকালে এইমস-এ যান উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু।
জেটলি এখন কেমন আছেন? চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ এ বিষয়েই কথা বলেন উপ-রাষ্ট্রপতি। চিকিৎসকরা উপ-রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন অর্থমন্ত্রী। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। দীর্ঘদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি। ডায়াবিটিসের রোগী তিনি। অর্থমন্ত্রী থাকাকালীন ২০১৮ সালে কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর। যে কারণে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে দেখা যায়নি তাঁকে। শারীরিক অসুস্থতার জেরে এর আগেও বেশ কয়েকবার এইমস-এ ভর্তি হন জেটলি। সেই থেকে সক্রিয় রাজনীতিতে সে ভাবে আর দেখা যায়নি তাঁকে। এমনকি এ বছর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি দ্বিতীয় বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজি হননি জেটলি। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন, বেশ কিছু দিন ধরে অসুস্থ তিনি। চিকিৎসাধীন রয়েছেন। তাই এ বার নিজের জন্য একটু সময় চান।