পূ্ৰ্বঘোষনা অনুযায়ী ১৮ জুলাইয়ের পরিবৰ্তে আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে বিধানসভার অধিবেশন
রাজ্যে চলমান ভয়ংকর বন্যা পরিস্থিতির পরিপ্ৰেক্ষিতে অসম বিধানসভার গ্ৰীষ্মকালীন অধিবেশন পিছিয়ে দেওয়া হয়েছে। বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্ৰনাথ গোস্বামী মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ-কথা জানিয়েছেন। সে-অনুযায়ী পূ্ৰ্বঘোষিত ১৮ জুলাইয়ের পরবিৰ্তে আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে বিধানসভার অধিবেশন।অধ্যক্ষ গোস্বামী বলেন, রাজ্যের প্রায় সব বিধায়ক, মন্ত্রীরা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের কাছে আবেদন জানিয়েছিলেন, বন্যা পরিস্থিতির জন্য আগামী ১৮ জুলাই থেকে অনুষ্ঠেয় গ্রীষ্মকালীন অধিবেশনের দিন পিছিয়ে দিতে। কেননা, এ মুহূর্তে প্রায় সব বিধায়ক তথা মন্ত্রীরা সংশ্লিষ্ট এলাকায় বন্যক্ৰান্ত জনসাধারণের খোঁজখবর নিতে ব্যস্ত। এছাড়া খোদ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালও বানভাসি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তাই বিধায়কদের অনুরোধ এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আসন্ন অধিবেশনের কাৰ্যসূচি পিছিয়ে দেওয়া হয়েছে, জানান অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামী। এছাড়া বন্যাক্রান্তদের সাধ্যমত সহায়তা করতে রাজ্যের সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।