অসমের পিএইচই বিভাগে চার হাজার শূন্যপদে নিয়োগের সম্ভাবনা

< 1 - মিনিট |

বিগত ৬২ মাস থেকে বেতন পাচ্ছেন না করিমগঞ্জ জেলার জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের অস্থায়ী কর্মচারীরা। অথচ তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন

কে আর সি টাইমস ডেস্ক

 করিমগঞ্জ জেলার জনস্বাস্থ্য ও কারিগরি (পিএইচই) বিভাগের অস্থায়ী কর্মচারীদের আশ্বাসের বাণী শুনালেন রাজ্যের মন্ত্রী রিহন দৈমারি। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত ধরে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ করিমগঞ্জের পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের এক প্রতিনিধি দল মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন করিমগঞ্জ আর্বত ভবনে। 

চাকরি স্থায়ী-সহ বেতন নিয়মিতকরণের দাবিতে এক স্মারকপত্র তাঁরা তুলে দেন মন্ত্রী রিহন দৈমারির হাতে। মন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন বিভাগীয় অস্থায়ী কর্মচারীদের সম্পর্কে সরকার চিন্তাভাবনা করছে। রাজ্যের প্রায় চার হাজার শূন্যপদে নিযুক্তি হওয়ার সম্ভবনা রয়েছে। বিভাগীয় মন্ত্রীর মুখ থেকে এই আশ্বাসবাণী পেয়ে তাঁকে ধন্যবাদ জানান পিএইচই-র অস্থায়ী কর্মচারীরা।

এর আগে কর্মচারী পরিষদের পক্ষ থেকে করিমগঞ্জ আবর্ত ভবনে মন্ত্রী রিহন দৈমারিকে গামোছা দিয়ে সংবর্ধনা জানান জেলা পিএইচই অস্থায়ী কর্মচারী সংস্থার সাধারণ সম্পাদক বাপন নমঃশূদ্র। উল্লেখ্য, বিগত ৬২ মাস থেকে বেতন পাচ্ছেন না করিমগঞ্জ জেলার জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের অস্থায়ী কর্মচারীরা। অথচ তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news